The News বাংলা, শিলিগুড়িঃ বিব্রত আয়োজকরা। বিরক্ত বাকি বক্তারাও। ক্ষুব্ধ দর্শক ও শ্রোতারা। তাতে কি? আয়োজকদের বিব্রত করে জিএসটি জনসচেতনতার অনুষ্ঠানে এসে তারই তুমুল সমালোচনা রাজ্যের মন্ত্রীর। সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার ফল ভোগ করল আয়োজকরা।
আরও পড়ুন: বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ
জিএসটি ও ট্যাক্স সংক্রান্ত আলোচনা নিয়ে সেমিনারে এসে জিএসটির বিরোধিতায় সমালোচনা করে জনসচেতনতার অনুষ্ঠানকেও রাজনীতিতেই নামিয়ে আনলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। জিএসটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে ধোঁয়াশাকে ফের একবার উস্কে দিয়ে একপ্রকার বিরোধিতায় মুখর হয়ে উঠলেন তিনি। একটি অরাজনৈতিক সেমিনারে পর্যটন মন্ত্রীর এহেন মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়তে হল ট্যাক্স অ্যাসোসিয়েশান অফ বেঙ্গলের কার্যকর্তাদের।
‘এক দেশ এক ট্যাক্স’ লাগু করার উদ্দেশ্যে কেন্দ্র সরকার ‘জিএসটি’ চালু করে। কিন্তু সেই জিএসটি মানুষের কাছে এখনও পরিষ্কার নয়। সেই কারনেই জিএসটি ও ইনকাম ট্যাক্স সম্পর্কে সমাজের মানুষকে ওয়াকিবহাল করাতে ট্যাক্স অ্যাসোসিয়েশান অফ বেঙ্গলের উদ্যোগে শিলিগুড়িতে একটি সেমিনারের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ‘পর্যটক প্রধানমন্ত্রী’ নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব
‘দীগন্ত-২০১৮’ শীর্ষক সেই সেমিনারটি রবিবার শিলিগুড়ির একটি বেসরকারী হোটেলে আয়োজন করা হয়। মুলত জিএসটি ও ইনকাম ট্যাক্স সম্পর্কে মানুষের জানা কতটা প্রয়োজন ও ঠিক কি কি উপায়ে এই ট্যাক্স প্রয়োগ করা যায়, এ সমস্ত বিষয়ে সকলকে জানাতেই এই সেমিনারের আয়োজন করা হয়৷
সেই সেমিনারে জিএসটি ও ইনকাম ট্যাক্স নিয়ে বক্তব্য রাখেন মুম্বাইয়ের প্রখ্যাত আইনজীবী শৈলেশ শেঠ, দিল্লীর আইনজীবি কপিল গোয়েল। এছাড়াও বক্তব্য রাখেন নন্দিনী ঘোষ সহ অন্যান্যরা। কিন্তু সেমিনারের তাল কেটে যায় রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের বক্তব্যের সময়।
সেমিনারে মুখ্য অতিথি হিসেবে এসে গৌতম দেব তার বক্তব্যের গোটাটাতেই রাজনৈতিক ভাবে কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি ‘জিএসটি’র বিষয়টি নিয়ে মানুষের মনে কার্যত ভীতির সঞ্চার করে গেলেন। এদিন তিনি কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন, মধ্যরাতে জিএসটি ঘোষনা করে কেন্দ্র সরকার ওয়ান নেশান ওয়ান ট্যাক্স ঘোষনা করে। মানুষ এখনও সে বিষয়ে পরিস্কার নয়।
আরও পড়ুন: মোদী সরকারের গড়িমসিতে ‘সার্কিট বেঞ্চ’ চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর
তিনি কটাক্ষ করে বলেন, জিএসটি কাউন্সিল প্রায় প্রতিদিনই নিয়মের পরিবর্তন করে চলেছে। কেন্দ্র সরকার বলেছিল, জিএসটি চালু হলে মানুষের ভোগান্তি কম হবে। কিন্তু মানুষের ভোগান্তি একটুও কমে নি।
জিএসটির সচেতনতা শিবিরে এসে জিএসটি নিয়ে এমন মন্তব্যে বিব্রত বোধ করেন উদ্যোক্তারা। জিএসটি নিয়ে জনসচেতনতা সেমিনারকে রাজনৈতিক সমালোচনার মঞ্চে পরিনত করলেন গৌতম দেব। সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল ভোগ করলেন আয়োজকরা।