ভূমিপুত্র না হলেও মিলবে ভোটাধিকার, জম্মু-কাশ্মীরে বড় ঘোষণা নির্বাচন কমিশনের। এই প্রথমবার, ভূমিপুত্র না হলেও মিলবে ভোটাধিকার। জম্মু-কাশ্মীর নিয়ে, ঐতিহাসিক ঘোষণা নির্বাচন কমিশনের। বুধবার এই কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক হৃদেশ কুমার জানান, রাজ্যে বসবাসকারী দেশের অন্যপ্রান্তের লোকজনও, এবার ভোটাধিকার পাবেন। এই ঘোষণার পরেই, শুরু হয়েছে বিতর্ক। প্রতিবাদে সরব হয়েছে, কাশ্মীরের রাজনৈতিক দলগুলি।
মনে করা হচ্ছিল, চলতি বছরের শেষের দিকেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জম্মু-কাশ্মীরে। দ্রুত নির্বাচনের দাবিও জানাচ্ছিল, কাশ্মীরের রাজনৈতিক দলগুলি। কিন্তু বিরোধীদের চাপ সত্ত্বেও, এবছর সম্ভবত নির্বাচন হচ্ছে না কেন্দ্রশাসিত এই প্রদেশে। নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ, একমাস পিছিয়ে দেওয়াতেই এই পরিস্থিতি।
আরও পড়ুন; ‘খেলা হচ্ছে’, কলকাতায় ৩০টি জায়গায় একসঙ্গে অভিযান চালাচ্ছে আয়কর দফতর
জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক হৃদেশ কুমার জানান, “জম্মু-কাশ্মীরের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য, ‘ডোমিসাইল সার্টিফিকেট’ লাগবে না। জম্মু-কাশ্মীরে কর্মরত সশস্ত্র বাহিনীর জওয়ানরাও, ভোটার তালিকায় নাম লেখাতে পারবেন। বাইরে থেকে আসা চাকুরিজীবী, পড়ুয়ারাও ভোট দিতে পারবেন। এই সিদ্ধান্তে, ২৫ লক্ষ নতুন নাম ভোটার তালিকায় ঢুকবে”।
এই ঘোষণার পরই, প্রতিবাদে সরব হয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। তাঁদের অভিযোগ, ভিনরাজ্য থেকে ভোটার আমদানি করে, নির্বাচনের ফলাফল প্রভাবিত করতেই এই পদক্ষেপ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। কাশ্মীরের বিশেষ মর্যাদা, ৩৭০ ধারা বাতিল হওয়ার পর, দেশের অন্য রাজ্যের মতোই নিয়ম চালু হয়েছে এখানেও।