“মুখ্যমন্ত্রীর বাড়িতেও সিবিআই যাবে”, মমতাকে নিয়ে বড় ঘোষণা সুকান্তর। “মুখ্যমন্ত্রীর বাড়িতেও সিবিআই যাবে”, বড় ঘোষণা ‘খেলা হবে’ শুরুর দিনেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে, রাজ্যপালকে স্মারকলিপি দিতে এদিন রাজভবন যান বঙ্গ বিজেপির নেতারা। ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল-সহ অন্যান্যরা নেতা-নেত্রীরা। রাজভবনের সামনে থেকেই, এদিন মুখ্যমন্ত্রী মমতা-কে তোপ দাগলেন সুকান্ত। তিনি বললেন, “দুর্নীতিতে নাম জড়ালে, মুখ্যমন্ত্রীর বাড়িতেও সিবিআই যাবে”।
স্বাধীনতা দিবসের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন, “আমার বাড়িতেও যদি যায়, তাহলে কি করবেন? রাস্তায় নেমে আন্দোলন করবেন তো?” তারই উত্তরে এদিন সুকান্ত বলেন, “দুর্নীতিতে নাম জড়ালে, মুখ্যমন্ত্রীর বাড়িতেও সিবিআই যাবে”। তৃণমূলের দুই নেতা পার্থ ও অনুব্রতর গ্রেফতারি নিয়ে তোলপাড় বাংলা। সুকান্ত মজুমদারের দাবি, “যারা যারা দুর্নীতিতে জড়িত, তাঁদের কেউ রেহাই পাবে না। পার্থ ও অনুব্রতকে গোটা ঘটনার দায় নিতেই হবে। যদি জানা যায়, মুখ্যমন্ত্রী জড়িত ওঁর বাড়িতেও সিবিআই যাবে”।
আরও পড়ুনঃ ‘ফুটবলপ্রেমী দিবস’ আর ‘খেলা হবে দিবসে’, ভারতকে খেলার মাঠ থেকেই বের করে দিল ফিফা
মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ, রাজভবনে যায় বিজেপি প্রতিনিধিদল। রাজ্যপাল লা গণেশনের কাছে, একটি স্মারকলিপি জমা দেন সুকান্ত, অগ্নিমিত্রারা। সেখান থেকে বেরিয়েই একাধিক ইস্যুতে, তোপ দাগেন সুকান্ত। বলেন, “দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু করেছেন মোদীজি, সেই লড়াই চলছে, চলবে। বাংলা নয়, গোটা দেশে রাজনীতি যে রোজগারের জায়গা হয়ে দাঁড়িয়েছে, তা ভাঙতে চাই”।