শুক্রবারের বড় খবর, সিবিআই এর হাতে গ্রেফতার তৃণমূলের চেয়ারম্যান

157
শুক্রবারের বড় খবর, সিবিআই এর হাতে গ্রেফতার তৃণমূলের চেয়ারম্যান
শুক্রবারের বড় খবর, সিবিআই এর হাতে গ্রেফতার তৃণমূলের চেয়ারম্যান

শুক্রবারের বড় খবর, সিবিআই এর হাতে গ্রেফতার তৃণমূলের চেয়ারম্যান। সিবিআই এর হাতে গ্রেফতার, হালিশহর পুরসভার চেয়ারম্যান। হালিশহর পুরসভার চেয়ারম্যান, তৃণমূল নেতা রাজু সাহানি গ্রেফতার। চিটফান্ড মামলায় তৃণমূল নেতাকে গ্রেফতার করল সিবিআই। সন্মার্গ কোঅপারেটিভ চিটফান্ড মামলায়, এই গ্রেফতার বলেই জানা গেছে। তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক, ৫০ লক্ষ টাকা উদ্ধার। রাজু সাহানির তাইল্যান্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল সিবিআই।

আরও পড়ুন; ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল

ফের সিবিআইয়ের জালে এক তৃণমূল নেতা। এবার চিটফান্ড মামলায় গ্রেফতার, হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। সূত্রের খবর, তাঁর নিউটাউনের ফ্ল্যাট থেকে, প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। চলছে টাকা গোনার কাজ।

আরও পড়ুন; ‘ভয়ঙ্কর কাণ্ড’ শিক্ষক নিয়োগে, টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে

হালিশহর পুরসভার চেয়ারম্যানের নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে, আনুমানিক ৫০ থেকে ৬০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। টাকা গোণার কাজ এখনও চলছে বলেই জানা গিয়েছে। সিবিআই-র দাবি, শুধু বিপুল পরিমাণ নগদ অর্থই নয়, রাজু সাহানির বাড়ি থেকে খোঁজ মিলেছে থাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও। যেখানে টাকা পাঠানোর তথ্যও সামনে উঠে এসেছে, বলেই সিবিআই সূত্রে খবর।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন