জেনে নিন কিভাবে ‘অনায়াসে’ জিতে, দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু

337
জেনে নিন কিভাবে 'অনায়াসে' জিতে, দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু
জেনে নিন কিভাবে 'অনায়াসে' জিতে, দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু

জেনে নিন কিভাবে ‘অনায়াসে’ জিতে; দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু। ভারতবর্ষের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে; বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী শ্রীমতী দ্রৌপদী মূর্মু। অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী; যশোবন্ত সিনহা। তবে এখনও পর্যন্ত ভোটের যা হিসাব; তাতে খুব সহজেই ভোটে জিতে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু। একনজরে দেখে নিন, ঠিক কিভাবে ভোটে জিতবেন তিনি।

মোট ভোট মূল্যঃ ১০,৯৮,৯০৩ টি
১) সকল রাজ্যের বিধায়কের ভোট মূল্য; ৫,৪৯,৪৯৫ টি
২) লোকসভা + রাজ্যসভা সাংসদদের ভোটমূল্য; ৫,৪৯,৪০৮ টি

জম্মু-কাশ্মীর বিধানসভা নেই এবং রাজ্যসভার নির্বাচন হয় নাই। সুতরাং মোট ভোট মূল্য থেকে জম্মু কাশ্মীরের বাদ দিলে মোট ভোট মূল্য দাঁড়াবে।
৬৭ জন বিধায়ক এবং ৪ জন রাজ্যসভা সদস্যের ভোট মূল্য; ৬২৬৮ + ২৮৩২ = ৯০৯৬ টি। সতরাং চুড়ান্ত ভোট মূল্য; ১০,৯৮,৯০৩ – ৯,০৯৬ = ১০,৮৯,৮০৭ টি।

এবার ভোটে জিততে হলে পেতে হবে; এর অর্ধেকের চেয়ে একটি বেশি ভোট। অর্থাৎ ১০,৮৯,৮০৭ ÷ ২ + ১ = ৫,৪৪,৯০৪ টি। শ্রীমতী মূর্মু-কে জিততে হলে, পেতে হবে; পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার নয় শত চারটি ভোট।

এবার দেখা যাক কাদের ভোট শ্রীমতী মূর্মু পাবেন।
১। বিজেপি-র নিজস্ব ভোট মূল্যঃ
বিধানসভার ১,৩৭৯ জন বিধায়কের ভোট মূল্য; ১,৮৪,৫৭৩ টি।
লোকসভার ২৮৯ জন সদস্যের ভোট মূল্য; ২,০৪,৬১২টি।
রাজ্যসভার ১০০ জন সদস্যের ভোট মূল্য; ৭০,৮০০ টি।
বিজেপির মোট ভোট মূল্য; ১,৮৪,৫৭৩ + ২,০৪,৬১২ + ৭০,৮০০ = ৪,৫৯,৯৮৫ টি।

২। বিজেপি জোট শরিকদের ভোট মূল্য;
বিধানসভার ৩০৭ জন বিধায়কের ভোট মূল্য; ২৬,০৫৫ টি।
লোকসভার ১৬ জন সদস্যের ভোট মূল্য; ১১,৩২৮ টি।
রাজ্যসভার ১২ জন সদস্যের ভোট মূল্য; ৮,৪৯৬ টি।
মোট ভোট মূল্যঃ ২৬,০৫৫ + ১১,৩২৮ + ৮,৪৯৬ = ৪৫,৮৭৯ টি।

৩। BJD দলের ভোট মূল্য;
বিধানসভার ১১৪ জন বিধায়কের ভোট মূল্য; ১৬,৯৮৬ টি।
লোকসভার ১২ জন সদস্যের ভোট মূল্য; ৮,৪৯৬ টি।
রাজ্যসভার ৯ জন সদস্যের ভোট মূল্য; ৬,৩৭২ টি।
মোট ভোট মূল্য; ১৬,৯৮৬ + ৮,৪৯৬ + ৬,৩৭২ = ৩১,৮৫৪ টি।

৪। JDU দলের ভোট মূল্য;
বিধানসভার ৪৫ জন বিধায়কের ভোট মূল্য; ৭,৭৮৫ টি।
লোকসভার ১৬ জন সদস্যের ভোট মূল্য; ১১,৩২৮ টি।
রাজ্যসভার ৫ জন সদস্যের ভোট মূল্য; ৩,৫৪০ টি।
মোট ভোট মূল্যঃ ৭,৭৮৫ + ১১,৩২৮ + ৩,৫৪০ = ২২,৬৫৩ টি

আরও পড়ুনঃ দেশের পরবর্তী রাষ্ট্রপতি আদিবাসী নেত্রী দ্রৌপদী, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী ঘোষণা

সুতরাং, বিজেপি + শরিক দল + নবীন পট্টনায়ক + নীতিশ কুমার এর মিলিত মোট ভোট মূল্য;
৪,৫৯,৯৮৫ + ৪৫,৮৭৯ + ৩১,৮৫৪ + ২২,৬৫৩ = ৫,৬০,৩৭১ টি ভোট।

রাষ্ট্রপতি পদে জিততে মোট ভোট প্রয়োজন; ৫,৪৪,৯০৪ টি। এই হিসাবেই দ্রৌপদী মূর্মু জেতার সীমা থেকে অতিরিক্ত ১৫, ৪৬৭ টি ভোট বেশী পাবেন। অর্থাৎ তাঁর জেতা এখন শুধুই সময়ের আপেক্ষা।

এছাড়াও এখন মহারাষ্ট্রে ৪৫ জন বিধায়কের; ভোট পাওয়ার সম্ভবন আছে। যাদের ভোট মূল্য; ৭,৮৭৫ টি। অন্ধপ্রদেশের জগমোহন রেড্ডীর দল YSRCP দলের ভোটও; শ্রীমতী মূর্মু-র পক্ষে আসতে পারে। যাহার ভোট মূল্য; ৪৫,৭৯৮ টি। এই দুই দলের ভোট যুক্ত হলে শ্রীমতী দ্রৌপদী মূর্মু জিতবেন; ৬৮,১৪০ ভোটে। ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্তির তিন সপ্তাহ পূর্বে; আদিবাসী পরিবারের একজন সুশিক্ষিতা, মার্জিত ব্যবহারের মহিলাকে; আমাদের দেশের প্রথম নাগরিক হিসাবে পেয়ে ভারতবাসী গৌরবান্নিত হবেন বলেই আশা রাখি।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন