অভিষেকের বাড়িতে সিবিআই, কয়লা পাচারকাণ্ডে লক্ষ্য রুজিরা

315
অভিষেকের বাড়িতে সিবিআই, কয়লা পাচারকাণ্ডে লক্ষ্য রুজিরা
অভিষেকের বাড়িতে সিবিআই, কয়লা পাচারকাণ্ডে লক্ষ্য রুজিরা

অভিষেকের বাড়িতে সিবিআই। কয়লা পাচারকাণ্ডে আজই; অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে; জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সিবিআই সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্তে; বেশ কিছু নতুন তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে। গত বছরের মার্চ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে এসে; রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার ফের রুজিরাকে জেরা করতে; অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতনে’ এল সিবিআই গোয়েন্দারা। এই নিয়ে শুরু হয়েছে; তৃণমূল বিজেপি জোর রাজনৈতিক বিতর্ক।

সিবিআই সূত্রের খবর, গতবারের জিজ্ঞাসাবাদের পরে কয়লা পাচারকাণ্ড তদন্তে; বেশ কিছু নতুন তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে। তাই কয়লা পাচারকাণ্ডে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আজই; জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সিবিআইয়ের দাবি, এর আগে কয়লা পাচার কাণ্ড মামলায় অভিষেক-পত্নী যে বয়ান দিয়েছিলেন; তার সঙ্গে তথ্যপ্রমাণে বিস্তর অসঙ্গতি মিলেছে। সেই কারণে মূলত বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট প্রসঙ্গেই; রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।

আরও পড়ুনঃ বাংলায় ‘হাত জড়ো’, রাস্তায় নামা বিক্ষো’ভকারীদের দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত

সিবিআই সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে; গত সপ্তাহে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়। রুজিরার তরফে আজ তাঁর বাড়িতে গিয়ে; জিজ্ঞাসাবাদ করার অনুমতি মেলে। সিবিআই সূত্রে খবর, অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য; তৈরি হয়েছে ৮ জনের অফিসারের বিশেষ একটি দল। সেই দলে আছেন; সিবিআইয়ের মহিলা অফিসাররাও।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার উদ্দেশে রওনা হওয়ার পরই; তাঁর বাড়িতে যায় সিবিআই। সূত্রের খবর, অভিষেকের বাড়ির কাছাকাছিই অপেক্ষা করে তদন্তকারী দল; সকাল ১১.৩০ নাগাদ রুজিরাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ ছাগলের কান দিয়ে মানুষের প্লাস্টিক সার্জারি, বিশ্বে হইচই ফেললেন বাংলার ৭ গবেষক

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরায় ২৩ জুন উপনির্বাচনের আগে; মঙ্গলবার আগরতলায় প্রচার করবেন। কয়লা পাচার কাণ্ডে এর আগে, রুজিরাকে ইডি’‌র নয়াদিল্লির সদর দফতরে হাজির হওয়ার জন্য; বহুবার নোটিস জারি করা হয়েছিল। এমনকী তাঁর নামে; গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল।

এই মামলায় এখনও পর্যন্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য দু-বার; সিবিআই তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন। এখন অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী; কলকাতা-তেই তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত; প্রায় ১৩০০ কোটি টাকার আর্থিক লেনদেন বা দুর্নীতির তথ্য মিলেছে।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন