বর ছাড়াই কনে সাজলেন শামা বিন্দু; নিজেকে নিজেই বিয়ে করে চমকে দিলেন গোটা দেশকে। বিয়ের জন্য বরের দরকার হয় না; প্রমাণ করলেন গুজরাতের ভদোদরার মেয়ে শ্যামা বিন্দু। ‘বিয়ে করার ইচ্ছাই’ সবচেয়ে বেশি জরুরি; ‘বর’ না হলেও চলে। নিজের বিয়ে উপলক্ষে; কার্ডও ছাপিয়েছিলেন ক্ষমা। সেই কার্ডে ছিল কেবল নিজের নাম; ছিল না কোন বরের নাম। কনে, কন্যাদান, সিঁদুরদান, অগ্নিসাক্ষী, বিয়ের মন্ত্র, সাত পাক ঘোরা; হল সবকিছুই। তবে বর ছাড়াই; গাঁটছড়াও বাঁধলেন নিজের সঙ্গে।
হানিমুনেও যাবেন শামা; শুধু থাকবে না বর। সবচেয়ে বেশি ভালবাসেন নিজেকে, নিজের পছন্দ অনুযায়ী; নিজের সঙ্গেই থাকতে চান। তাই নিজেই নিজেকে বিয়ে করলেন; বেসরকারি সংস্থায় কর্মরত শামা বিন্দু। আসলে এর নাম সোলোগ্যামি। বিদেশে এমন উদাহরণ মিললেও; ভারতে এমন ঘটনা এই প্রথম। প্রথমে ঠিক হয়েছিল ১১ জুন বিয়ে হবে; ভাদোদরার গোত্রিতে একটি মন্দিরে। কিন্তু সেই খবর প্রকাশিত হতেই; বিভিন্ন সংগঠন বিরোধিতা শুরু করে। কোনওরকম বিতর্ক এড়াতে, ৯ জুন ভাদোদরায় তাঁর বাড়িতেই; বিয়ে সারেন শামা।
শামার মতে, নিজের সঙ্গ সবচেয়ে জরুরি। জীবনসঙ্গী হিসেবে নিজের চেয়ে বিশ্বস্ত, নির্ভরযোগ্য; আর কেই–বা হতে পারে। তাই কোন পুরুষকে বিয়ের ইচ্ছা ছিল না। তবে ২৪ বছর বয়সীর; কনে সাজার সাধ ষোলো আনা। কী করে হবে ইচ্ছাপূরণ? এই ‘সমস্যা’র একটিই সমাধান ছিল ‘সোলোগ্যামি’; নিজেকেই নিজে বিয়ে করা।
শুধুমাত্র ঘনিষ্ঠ কয়েকজন ছিলেন বিয়ের অনুষ্ঠানে। বিয়ের সাজ, গায়ে-হলুদ থেকে শুরু করে; সব নিয়মই পালন করেছেন শামা। বাড়িতেই হয় সবরকম প্রথা, তার ছবিও তোলা হয়; ছবি ইন্সটাগ্রামে পোস্টও করেছেন শামা।
আরও পড়ুনঃ ‘অবরোধ উঠে গেছে’, ট্রাফিক পুলিশের পোস্টে ধুয়ে দিলেন সাধারণ মানুষ
শামা জানিয়েছেন, “এই একা–বিয়েতে তাঁর মা-বাবার সমর্থন আছে; তাঁরা দুজনই খোলা-মনের মানুষ”। এই বিয়ের আরও একটি লক্ষ্য আছে। তিনি প্রমাণ করতে চান, মেয়েরা পুরুষের ওপর নির্ভরশীল নন; তাঁরা স্বয়ংসম্পূর্ণ। একটা নারীর জীবনে সুখী হওয়ার জন্য; পুরুষ আবশ্যক নয়।
“ভারতে নিজেকে বিয়ে করার কোন আইনি বৈধতা নেই; ভারতীয় আইন অনুসারে কেউ নিজেকে বিয়ে করতে পারেনা। বিয়ের জন্য দুই ব্যক্তি প্রয়োজন; ‘সলোগমি’ বৈধ নয়”। পরিস্কার জানিয়ে দিয়েছেন সিনিয়র আইনজীবীরা।