উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা

247
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

উচ্চ মাধ্যমিকে প্রথম হল, কোচবিহার জেলার অদিশা দেবশর্মা; দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী; তার প্রাপ্ত নম্বর ৪৯৮। দ্বিতীয় হয়েছে,পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত; প্রাপ্ত নম্বর ৪৯৭। এবার উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৪ জন; নম্বর পেয়েছে ৪৯৬। ৮ জন চতুর্থ হয়েছে; তাদের প্রাপ্ত নম্বর ৪৯৫। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থানে ১১ জন; পেয়েছে ৪৯৪।

ষষ্ঠ স্থানে রয়েছে ৩২ জন; তাদের প্রাপ্ত নম্বর ৪৯৩। উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থানে রয়েছে ৩৭ জন; পেয়েছে ৪৯২। অষ্টম স্থানে রয়েছে মোট ৫৫ জন; তাদের সবার প্রাপ্ত নম্বর ৪৯১। নবম স্থানে রয়েছে ৫৪ জন; সবার প্রাপ্ত নম্বর ৪৯০। এবং দশম স্থানে রয়েছে মোট ৬৯ জন; তাদের প্রাপ্ত নম্বর ৪৮৯।

আরও পড়ুনঃ ‘অবরোধ উঠে গেছে’, ট্রাফিক পুলিশের পোস্টে ধুয়ে দিলেন সাধারণ মানুষ

প্রথম ১০ শে আছে; ২৭২ জন ছাত্রছাত্রী। তারমধ্যে প্রথম দশে ১৪৪ জন ছাত্র; ১২৮ জন ছাত্রী। এবার মোট পাশের হার ৮৮.৪৪%; ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের উপর। এবার ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ; ছাত্রীদের ক্ষেত্রে এই হার ৮৬.৮৯ শতাংশ।

চতুর্থ স্থানে তিনজনই এক স্কুল থেকে; চতুর্থ স্থানাধিকারীদের মধ্যে তিনজন পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনের। এরা হল, সৌম্যদীপ মণ্ডল, কিংশুক রায় ও প্রীতম মিদ্যা। মাধ্যমিকের ফলেও; সেই জেলার জয়-জয়কার। পশ্চিম মেদিনীপুরের এই স্কুল থেকে; আরও একাধিক পড়ুয়া প্রথম দশ মেধাতালিকায়।

আরও পড়ুনঃ পিছু ছাড়ছে না কেকে-বিতর্ক, বাদ রূপঙ্কর এলেন অরিজিৎ সিং

উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ হল। সকাল ১১টায় সাংবাদিক বৈঠক করে; ফলপ্রকাশ করা হল। ১২টা থেকেই অনলাইনে; বাড়িতে বসেই দেখা যাবে ফল। সাড়ে সাত লাখের বেশি পরীক্ষার্থী; এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিলেন। রেকর্ড ৪৪ দিনের মাথায় আজ শুক্রবার; এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

এ বছর মোট পরীক্ষা দিয়েছেন ৭,২০,৮৬২ জন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ; ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশেরও বেশি। প্রথম থেকে দশম পর্যন্ত; মেধাতালিকা প্রকাশ করেছে সংসদ। এছাড়া ওয়েবসাইটে দেখা যাবে জেলাভিত্তিক মেধাতালিকা। ২০২৩ এর উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৪ই মার্চ; আর শেষ হবে ২৭শে মার্চ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন