সিঙ্গুর দিয়েই বাংলা দখলের লড়াই শুরু করতে চলেছে বিজেপি

727
সিঙ্গুর দিয়েই বাংলা দখলের লড়াই শুরু করতে চলেছে বিজেপি/The News বাংলা
সিঙ্গুর দিয়েই বাংলা দখলের লড়াই শুরু করতে চলেছে বিজেপি/The News বাংলা

সিঙ্গুর দিয়েই বাংলা দখলের; লড়াই শুরু করতে চলেছে বিজেপি। হুগলি জেলা বিজেপি এবার; সিঙ্গুর সমাবেশ করতে চলেছে। বিজেপি সূত্রে খবর; সম্ভবত ১৪ জুন এই সিঙ্গুর সমাবেশ হবে। সমাবেশের নেতৃত্ব দেবেন; সদ্য নির্বাচিত সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

এ যেন উলট পুরাণ! পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটাকে দেওয়া জমির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে; ২০১১ সালে পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় এসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিঙ্গুরে এবার ফের শুরু হচ্ছে; টাটাকে কারখানা গড়ার জন্য ফিরিয়ে আনার আন্দোলন। আন্দোলন শুরু করতে চলেছে; বঙ্গ বিজেপি শিবির।

২০০৭ সালে বামফ্রন্ট সরকার হুগলি জেলার সিঙ্গুরে; ৯৯৭ একর জমি দিয়েছিল টাটাকে। সিঙ্গুরে টাটার সস্তায় ন্যানো মোটরগাড়ির; কারখানা গড়ার জন্য। সেদিন বামফ্রন্ট সরকারের এই সিদ্ধান্তকে; মেনে নিতে না পেরে মমতা বাংলা জুড়ে শুরু করেছিলেন; টাটার জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন।

আন্দোলনের জেরে টাটার কর্ণধার রতন টাটা; সেদিন সিঙ্গুর থেকে ন্যানো গাড়ির কারখানা তুলে; গুজরাটের সানন্দে গড়েছিলেন। আর আন্দোলনের জেরে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে; মমতা বিপুল ভোটে জয়ী হয়ে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন।

এরপর এই অধিগৃহীত জমির বিরুদ্ধে ওঠা মামলার; নিষ্পত্তি হয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশে মমতা; চাষিদের ফিরিয়ে দিয়েছিলেন সিঙ্গুরের জমি। এরপর ২০১৬ সালের রাজ্য বিধানসভার নির্বাচনে মমতা ফের জেতেন। ক্ষমতায় আসেন। সেদিন এই সিঙ্গুরে হেরে যায় বিজেপি সহ বাম দল।

এবার লোকসভা নির্বাচনের পর; ওলটপালট হয়ে গেল সিঙ্গুরে। নির্বাচনে হুগলী আসনে জেতেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সিঙ্গুরে ১০ হাজার ৪২৯ ভোটের ব্যবধানে; তৃণমূল প্রার্থীকে হারিয়ে জেতেন তিনি। ফল ঘোষণার পর লকেট চট্টোপাধ্যায় ঘোষণা করেন; সিঙ্গুরে ফের টাটার গাড়ি কারখানা নির্মাণের।

এরপরই এই সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনার দাবিতে; মিছিল করেন এলাকাবাসী। দাবি ওঠে সিঙ্গুরের সেই জমিতে ফের; গড়া হোক টাটার শিল্প। আর এবার সেই সিঙ্গুরেই শিল্পস্থাপনের দাবি নিয়ে; এবার আন্দোলনে নামছে বিজেপি। ১৪ জুন হতে পারে সেই সিঙ্গুর সমাবেশ।

টানাদের ন্যানো কারখানা নিয়ে মমতার ধর্নায়; সেই সময় সমর্থন জানিয়েছিল বিজেপিও। রাহুল সিনহার নেতৃত্বে রাজনাথ সিং এসেছিলেন; টাটাদের কারখানার বিরোধিতা আন্দোলনেও। এবার রাজ্য বিজেপি ১৮০ ডিগ্রি ঘুরে; সিঙ্গুরে শিল্পের দাবিতে আন্দোলন শুরু করছে।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন