মোদী প্যান্ট পরতে শেখার আগেই নেহেরু ও ইন্দিরা সেনাবাহিনী গড়েছিলেন, বেলাগাম কমলনাথ

476
মোদী প্যান্ট পরতে শেখার আগেই নেহেরু ও ইন্দিরা সেনাবাহিনী গড়েছিলেন, বেলাগাম কমলনাথ/The News বাংলা
মোদী প্যান্ট পরতে শেখার আগেই নেহেরু ও ইন্দিরা সেনাবাহিনী গড়েছিলেন, বেলাগাম কমলনাথ/The News বাংলা

জাতীয়তাবাদ ইস্যুতে নরেন্দ্র মোদীকে কুরুচিপূর্ণ আক্রমণ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। নেহেরু ও ইন্দিরা গান্ধী ভারতের সেনাবাহিনী গঠন করেছিলেন, তখনও নরেন্দ্র মোদী পায়জামা প্যান্ট পরতে শেখেনি, রবিবার একটি নির্বাচনী জনসভা থেকে এভাবেই নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কমলনাথ।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

সম্প্রতি মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠদের বাড়ি তল্লাশি করে ২৮১ কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তর। তারই পরিপ্রেক্ষিতে কমলনাথকে দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তারই পাল্টা জবাব দিলেন কমলনাথ।

আরও পড়ুনঃ বিজেপিকে হারাতে সিপিএম ও কংগ্রেসের প্রতি ভোট ভাগ না করার অনুরোধ মমতার

রবিবার মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় নির্বাচনী প্রচারসভায় নরেন্দ্র মোদীকে এক হাত নিয়ে কমলনাথ বলেন, দেশে সব থেকে বেশি সন্ত্রাসবাদী হানা হয়েছে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় থাকাকালীন।

আরও পড়ুনঃ মাস্টার্স না করেই এম ফিল কীভাবে, রাহুলকে প্রশ্ন জেটলির

মোদীকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ৫ বছর আগে কি দেশ সুরক্ষিত ছিল না? এর সাথেই তিনি উল্লেখ করেন, নরেন্দ্র মোদী দেশের সুরক্ষার জন্য নিজেকে কৃতিত্ব দেন, কিন্তু দেশের স্থলবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী তৈরি করেছিলেন জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধী।

আরও পড়ুনঃ শিলিগুড়ির জনসভায় মাছি মারার অবস্থা, চিন্তায় তৃণমূল নেতৃত্ব

কার সময়ে বেশি সন্ত্রাসবাদী হানা হয়েছে, প্রশ্ন তোলেন কমলনাথ। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০১ সালে দিল্লির সংসদ ভবনে যখন হামলা হয়েছিল, তখন কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় ছিল। কর্মসংস্থান, কালো টাকা ফেরানো নিয়ে প্রশ্ন এড়াতেই মোদী সেনাবাহিনী নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুনঃ ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন