লোকসভার নির্বাচনের প্রথম দফা ভোটের বাকি আর মাত্র ২ দিন। শেষ মুহূর্তেও কোনও দল প্রতিশ্রুতি প্রদানে খামতি রাখতে চাইছে না। ক্ষমতা দখলে কম চেষ্টা করছে না গত লোকসভা নির্বাচনে প্রায় ব্রাত্য হয়ে যাওয়া কংগ্রেস। ক্ষমতায় ফিরলে সরকারি পরীক্ষা নেওয়া হবে বিনামূল্যে, সোমবার এমনই প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী।
নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে ফিল্ম রিলিজ আটকানোর মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট
কিছুদিন আগেই শিক্ষা ঋন মকুব করার কথা বলেছেন কংগ্রেস সভাপতি। ক্ষমতায় এসেই এই মুহূর্তে বিভিন্ন সরকারি ক্ষেত্রের ৪ লক্ষ শূন্য পদ পূরণ করবে বলে তিনি জানান।
আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর
উল্লেখ্য, ২০১৪ লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী প্রতি বছর ২ কোটি কর্মসংস্থানের ব্যবসা করার প্রতিশ্রুতি দিলেও তার খুব সামান্য অংশই পূর্ণ হয়েছে। এই বিষয়েও কটাক্ষ করেন রাহুল গান্ধী। মোদী প্রতিশ্রুতি পূরনে সক্ষম না হলেও কংগ্রেস ক্ষমতায় এসে বেকার যুবকদের স্বপ্ন পূরণ করবে বলে জানান কংগ্রেস সভাপতি।
আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান
কিছুদিন আগেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ন্যায় স্কীম ঘোষণার মাধ্যমে দেশের ৫ কোটি দরিদ্র পরিবারকে বছরে ৭২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। যদিও এই স্কীমের প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত বা আদৌ এই স্কীম চালানো সম্ভব কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।
আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।