বাংলায় কালবৈশাখীর দাপট, রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি

485
সন্ধ্যের পর রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা/The News বাংলা
সন্ধ্যের পর রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা/The News বাংলা

শনিবার ও রবিবারের পর মঙ্গলবারও রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল। সারাদিন গরমে হাঁসফাঁস অবস্থা, আর সন্ধ্যে হতেই তুমুল ঝড়ো হাওয়া এনং বজ্রপাত সহকারে ঝড়বৃষ্টি; গত শনিবার ও রবিবার আবহাওয়ার এমনই রূপ প্রত্যক্ষ করেছে কলকাতা তথা দক্ষিনবঙ্গ।

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

আজ মঙ্গলবার উত্তরবঙ্গ ও দক্ষিনবঙ্গ সহ সারা রাজ্যে দফায় দফায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই উত্তরের বেশ কয়েকটি জেলায় চলছে টানা বৃষ্টিপাত ৷

আরও পড়ুনঃ অনুপ্রবেশকে সহ্য করা হবে না, ভোট ইস্তেহারে বলছে বিজেপি

এই মুহূর্তে অসমের ওপর দিকে একটি বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমান বেশি হবে বলে জানানো হয়েছে। এর প্রভাব পড়বে বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশাতেও।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার জেরে কালবৈশাখীর পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

এদিকে বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে প্রচুর জ্বলীয় বাষ্প। ফলে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে সারা রাজ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন