The News বাংলা, নিউ দিল্লি: তিন তালাক বিল নিয়ে ফের উত্তপ্ত লোকসভা। তিন তালাকের নতুন বিল নিয়ে বৃহস্পতিবার লোকসভায় আলোচনা শুরু হয়েছে। নতুন তিন তালাক বিলের বিরোধিতায় কংগ্রেস, বাম, টিডিপি, তৃণমূল ও শিবসেনা সহ বিরোধীদের অনেকেই।
আরও পড়ুন: নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘আজাদ লড়াই’কে সম্মান নরেন্দ্র মোদীর
আলোচনার জন্য বৃহস্পতিবার দুপুরে ফের একবার লোকসভার উঠেছে নতুন তিন তালাক বিল। ২০১৭ সালের অগাস্ট মাসে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় তিন তালাক প্রথার অবসান করে দেওয়ার সময় এসেছে। তারপর আইন তৈরি করে কেন্দ্রীয় সরকার।
এর আগে জানুয়ারি মাসে একটি বিল তৈরি হয়েছিল, সেটি লোকসভায় পাস হলেও রাজ্যসভায় পাস করান যায়নি। এরপর তাতে সংশোধন করা হল। নতুন আইনে বলা আছে তিন তালাক দেওয়া স্বামীর তিন বছরের জেল পর্যন্ত হতে পারে।
আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর হাতেই উদ্বোধন হচ্ছে ভারতের দীর্ঘতম দোতলা সেতু
এদিন সব সাংসদদের উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে বিজেপি নেতৃত্ব। বিল উত্থাপনের সময় যাতে প্রত্যেক সাংসদ লোকসভায় উপস্থিত থাকেন ও পরে ভোটাভুটিতে অংশ নেন, সে ব্যাপারে এদিন হুইপে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। শুধু তাই নয়, এই নির্দেশ কেউ অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’
অন্যদিকে লোকসভায় আলোচনার পর ভোটাভুটির কথা মাথায় রেখে সাংসদদের ওপর হুইপ জারি করেছে কংগ্রেসও। কংগ্রেসের তরফ থেকেও প্রত্যেক সাংসদ কে অবশ্যই আজ লোকসভায় হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও এদিন শুরুতেই রাফায়েল নিয়ে উত্তাল হয় সংসদ। দুপুর পর্যন্ত মুলতুবি যায় সংসদ। ফের তিন তালাক বিল নিয়ে আলোচনা শুরু হতেই তুমুল হইহট্টগোল শুরু হয়ে যায়। ফের সংসদ অচল হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ লোকঠকানির লোন মাপ, রাহুলকে লজ্জায় ফেলে আত্মঘাতী কৃষক
বিল বিতর্কে বিজেপি বিরোধিতায় কংগ্রেস এর পক্ষেই শিবসেনা, তেলেগু দেশম পার্টি, তৃণমূল কংগ্রেস। এমনকি তিল তালাক বিলের বিরোধিতায় বামেরাও। তিন তালাকে তিন বছরের কারাদণ্ডের সংস্থান রেখে সেপ্টেম্বরে অর্ডিন্যান্স জারি করে সরকার। সেই অর্ডিন্যান্সে আইনি বৈধতা দিতেই সংসদে বিলও পেশ করা হয়।
আরও পড়ুন: লোকসভার আগেই রামমন্দির রায় দিতে সুপ্রিম কোর্টকে আর্জি মোদীর মন্ত্রীর
এর আগে লোকসভায় পাস হলেও, রাজ্যসভায় আটকে যায় তিন তালাক বিল। বিরোধীদের একাধিক সংশোধনী খারিজ করে সরকার। যদিও, অর্ডিন্যান্সে বিরোধীদের দাবি মেনে, তিন তালাকে জামিনের সংস্থান রাখা হয়।
একাধিক ধারা বদলে যাওয়ায় ফের নতুন করে তিন তালাক বিল লোকসভায় পেশ করেছে সরকার। এবারও সংসদে বিল আটকে গেলে সরকারকে আবার অর্ডিন্যান্স জারি করতে হবে।
আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে
লোকসভা ভোটের আগেই তিন তালাক বিল সংসদে পাশ করতে বদ্ধপরিকর বিজেপি। তিন তালাক বিল পাস করে সেটাই ভোটের অন্যতম প্রচারের হাতিয়ার করতে চায় গেরুয়া শিবির। কিন্তু কংগ্রেস ও বিরোধীরা, বিজেপির এই বড় হাতিয়ারকেই আটকাতে চাইছে। কংগ্রেস চায় তিন তালাক বিল যৌথ সিলেক্ট কমিটিতে পাঠাতে। আর সেই নিয়েই চলছে বিতর্ক।
আরও পড়ুনঃ EXCLUSIVE: দিল্লীর নির্ভয়া ধর্ষণ কাণ্ডের পরেও নিরাপত্তাহীন কলকাতার বাস
দুপুর দুটো থেকে এ নিয়ে টানা চার ঘণ্টা ধরে আলোচনা হওয়ার কথা। স্পিকার সুমিত্রা মহাজন বিল পেশ করার ব্যাপারে আশাবাদী বলেই জানিয়েছেন।
দেখে নিন, নতুন তিন তালাক বিলে কি কি থাকছে:
১. এই নতুন আইনের সবচেয়ে বড় দিক হল এটায় তিন বছর পর্যন্ত জেলের সুপারিশ করা আছে। তাছাড়া স্বামীকে জরিমানা দেওয়ার কথাও বলা আছে নতুন আইনে। বলা হয়েছে নিকা হালালা-র বিরুদ্ধেও।
২. আজ দুপুর ২টো নাগাদ বিলটি লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সংশোধিত বিলের উপর চার ঘণ্টা ধরে চর্চা হবে, যা এখন চলছে।
আরও পড়ুন: ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন
৩. তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করার বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। কংগ্রেস, বাম, টিডিপি, তৃণমূল ও শিবসেনা সহ বিরোধীদের অনেকেই।
৪. বিরোধীদের সমালোচনার মাঝে পড়ে তিল তালাক বিলে কয়েকটি পরিবর্তন করেছে কেন্দ্র। তবে তিন বছরের জেলের বিষয়টি একই ভাবে বলবৎ থাকছে।
৫. এখন থেকে তিন তালাক পাওয়া স্ত্রী বা তাঁর নিকট আত্মীয়রা ছাড়া অন্য কেউ স্বামীর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করতে পারবেন না। আইনে বলা হয়েছে অভিযুক্ত স্বামী জামিন পাবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন ম্যাজিস্টেট।