মেধাবী ছেলেটাও জ’ঙ্গি, আলকা’য়দা সন্দেহে হাসনাত শেখ গ্রেফতার, অবাক মালদা

205
মেধাবী ছেলেটাও জ'ঙ্গি, আলকা'য়দা সন্দেহে হাসনাত শেখ গ্রেফতার, অবাক মালদা
মেধাবী ছেলেটাও জ'ঙ্গি, আলকা'য়দা সন্দেহে হাসনাত শেখ গ্রেফতার, অবাক মালদা

‘মেধাবী ছেলেটাও জ’ঙ্গি’, আলকা’য়দা সন্দেহে হাসনাত শেখ গ্রেফতার, অবাক মালদার সুজাপুর। বাড়ি মালদার সুজাপুরে, মেধাবী ছাত্র। কিন্তু সেই আল-কায়’দার ভারতীয় উপমহাদেশ শাখার হয়ে, মূলত হাওড়া জেলায় আল-কায়’দার হয়ে সদস্য সংগ্রহ সহ জ’ঙ্গি সংগঠনের বিভিন্ন কাজকর্ম করত বলেই অভিযোগ। সন্দেহভাজন জ’ঙ্গি হাসনাত শেখ-কে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে, গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্স।

মালদার কালিয়াচকের বাসিন্দা, ওই জ’ঙ্গির নাম হাসনাত শেখ। রবিবার তাকে গ্রেফতার করে, ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সরকারি কৌঁসুলি আদালতে জানান, ধৃতের বিরুদ্ধে দেশ-বিরোধী কার্যকলাপের, অকাট্য প্রমাণ রয়েছে। এ রাজ্যে সে নিষিদ্ধ জ’ঙ্গি সংগঠন আল-কায়’দার হয়ে কাজ করছিল। হাসনাতকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত, পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন; লজ্জায় শিক্ষা, ভুয়ো নিয়োগপত্রে সই করতেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময়

মালদার সুজাপুরে প্রত্যন্ত গ্রামে ছোট্ট বাড়ি, সেখানেই বেড়ে ওঠা হাসনাতের। এলাকায় মেধাবী-ছাত্র হিসাবেই পরিচিত। সকলের মুখে-মুখে ফেরে, ‘ভাল ছেলে’ মন্তব্য। আর সেই ছেলেই কিনা, আল-কা’য়দা জ’ঙ্গি সন্দেহে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়েছে। মানতেই পারছেন না, ধৃত হাসনাত শেখের পরিবার, প্রতিবেশীরা।

স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করে হাসনাত। এরপর উচ্চশিক্ষার জন্য, উত্তরপ্রদেশের সাহারানপুরে পাড়ি দেয় সে। এসটিএফের দাবি, সেখানেই ভারতের আল-কা’য়দা জ’ঙ্গি সংগঠন ‘আকিস’-এর নেতারা তার মগজধোলাই করে। বাংলাদেশি আকিস জ’ঙ্গি ফয়জল আহমেদ ওরফে শাহিদ মজুমদারকে জেরা করে তার সন্ধান মেলে।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন