The News বাংলাঃ স্বর্ণমন্দির মনোরঞ্জনের জায়গা নয়। এই ঘোষণা করেই পাঞ্জাবের অমৃতসর স্বর্ণমন্দিরের ভেতরে নিষিদ্ধ হল ছবি তোলা। তোলা যাবে না কোনরকম সেলফি, ছবি বা ভিডিও।
আরও পড়ুনঃ
প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল
একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে
বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার
ভোটের হাতিয়ার, লোকসভার পর রাজ্যসভাতেও পাস হিন্দু সংরক্ষণ বিল
শিখদের পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। অমৃতসর শহরের কেন্দ্রে রয়েছে এই স্বর্ণমন্দির। প্রতিদিন হাজার হাজার পূণ্যার্থী এবং পর্যটক ভিড় করেন এখানে। সব ধর্মের মানুষকেই স্বাগত জানায় শিখদের এই পবিত্র ধর্মস্থান। কিন্তু এবার থেকে বিশেষ কড়াকড়ির বন্দোবস্ত করা হচ্ছে।
স্বর্ণমন্দিরের ভেতরে সেলফি তোলা বা মনোরঞ্জক কোনও ভিডিও করা, আর বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সম্পাদক রূপ সিং।
মন্দির একটা পবিত্র জায়গা, সেটাকে মনোরঞ্জনে পরিণত করার অধিকার কারোর নেই। সেই কারণেই যে পর্যটকরা নিছক মনোরঞ্জনের জন্য এসে সেলফি আর ভিডিও তোলেন, সেটা এবার থেকে আর করতে দেওয়া হবে না। সকলের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।
শুধুমাত্র ভিভিআইপিদের ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম হতে পারে। তবে তার জন্যও মন্দির কর্তৃপক্ষের আগাম অনুমতি নিতে হবে। যে কেউ এসে ছবি তুলতে পারবেন না। বা ভিডিও করতে পারবেন না। ছবি তোলার অনুমতি দেওয়ার আগে ধর্মস্থানের পবিত্রতা এবং ঐতিহ্য যাতে বহাল রাখার দিকটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
তবে, সেলফি তোলা থেকে কি করে সাধারণ মানুষকে আটকান যাবে, সেটাই এখন ভাবছে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। সাধারণ মানুষ অবশ্য এই ঘোষণায় বেশ হতাশই হয়েছেন। স্বর্ণমন্দিরে বেড়াতে যাবেন আর গিয়ে ছবি তুলবেন না, এটাই ভাবাচ্ছে পর্যটকদের।
আরও পড়ুনঃ
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর
সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ
গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই
উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।