পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থীদের বাছাই করে; তালিকা প্রস্তুত। তবে নিয়োগই হচ্ছে না। নিয়োগের সবরকম প্রস্তুতি থাকা সত্ত্বেও; গত দেড় বছর ধরে বন্ধ খাদ্য দফতরের নিয়োগ প্রক্রিয়া। চাকরি পাবার তালিকায় যাদের নাম আছে; তাদের অভিযোগ তেমনই। আর এই অভিযোগ নিয়েই; শুক্রবার টালিগঞ্জে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা।
পুরুষ, মহিলা-সহ শয়ে শয়ে বিক্ষোভকারী; এদিন জমায়েত করেন পিএসসি ভবনের সামনে। বিক্ষোভের পারদ চড়তে থাকলে; পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে কলকাতা পুলিশ। এদিকে, প্রবল রোদে খোলা রাস্তায় অবস্থান বিক্ষোভ করায়; অসুস্থ হয়ে পড়েন কয়েকজন বিক্ষোভকারী। অসুস্থ হয়ে পরেন; কয়েকজন মহিলা। পরে বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এরপরেই এলাকা নিমেষের মধ্যে; রণক্ষেত্র হয়ে ওঠে।
পুলিশ গ্রেফতার করতে এলে; চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ ঘিরে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পিএসসি ভবনের মতো হাই সিকিউরিটি জোনে এমন বিক্ষোভের খবর পেয়েই; পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় পুলিশের। টেনে-হিঁচড়ে তাঁদের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে পুলিশ।
বিক্ষোভকারীদের অভিযোগ, “শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশ অত্যাচার চালিয়েছে”। এনিয়ে ধুন্ধুমার বাঁধে মুদিয়ালি এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে; বিশাল পুলিশ বাহিনী নামাতে হয়। এই বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, “খাদ্য দফতরে কয়েকটি পদ শূন্য ছিল; সেসব পদে নিয়োগের জন্য পিএসসিকে জানানো হয়েছিল। যোগ্য প্রার্থীদের সেই পদে নিয়োগ করার জন্য। কিন্তু পিএসসি কোনও তালিকা পাঠায়নি; তাই নিয়োগ সম্ভব হয়নি। এতে খাদ্য দফতরের কোনও দায় নেই”।
মন্ত্রী দায় চাপালেন; পাবলিক সার্ভিস কমিশনের উপর। তবে এই নিয়ে পিএসসি কোন বক্তব্য দেয়নি। পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে; আদালতে একটি মামলা চলায় নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। তবে যোগ্য প্রার্থীরা জানিয়েছেন; বহুদিন আগেই সেই সব মামলার ঝামেলা মিটে গেছে; তবু নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়নি”।
বিক্ষোভকারী-দের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ, এঁরা প্রত্যেকেই যোগ্য প্রার্থী। তাদের প্রত্যেকের নাম পিএসসি-র চাকরি পাবার তালিকায় আছে। তবু তাদের এই গরমে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে হচ্ছে, পুলিশের হাতে আটক হতে হচ্ছে, পুলিশের মার খেতে হচ্ছে। শুধু তাদের ন্যায্য অধিকার, চাকরিটাই পাচ্ছেন না।