নাটকের শহর বালুরঘাট। আর সেই নাটকের শহরে বালুরঘাটের কোন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ছাড়াই উদ্বোধন হয়ে গেল নাট্য উৎকর্ষ কেন্দ্র। দিল্লির ন্যাশান্যাল স্কুল অফ ড্রামার আদলে রাজ্যের মধ্যে একমাত্র নাট্য উৎকর্ষ কেন্দ্র। এই নিয়ে ক্ষুব্ধ বালুরঘাটের নাট্য জগতের বিশিষ্টজন থেকে শুরু করে নাট্যপ্রেমীরা।
আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে
শনিবার বারবেলায় কার্যত ফাকা অডিটরিয়ামে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক এই নাট্য উৎকর্ষ কেন্দ্রটি উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ ও বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব অর্পিতা ঘোষ।
আর ফাঁকা অডিটরিয়মে এত কোটি টাকা ব্যায়ে নির্মিত অত্যাধুনিক নাট্য উৎকর্ষ কেন্দ্রটি উদ্বোধন করতে গিয়ে এই নিয়ে নিজেই ক্ষোভ প্রকাশ করে ফেলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি বলেন এরকম নাটকের শহরে নাটকের লোকজনকেই আমন্ত্রন না জানানোটা বড় ভুল। পাশাপাশি এরকম খালি অডিটরিয়ম নিয়ে আয়োজকদের বিঁধতে ছাড়েননি পর্যটনমন্ত্রী। বলেন আগে জানলে তিনিই এই সংগঠকের দায়িত্ব নিতেন।
আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের
তিনি আরও বলেন, তিনি যে দক্ষ একজন সংগঠক তা প্রমান করতে কয়েকদিন পরে এখানেই তিনদিনের একটি নাট্য অনুষ্ঠান করে দেখিয়ে দেবেন এই আয়োজকদের। যদিও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও সাংসদ অর্পিতা ঘোষ বলেন, কয়েক দিনের মধ্যেই ভোটের দিনক্ষন ঘোষনা হয়ে যাবে তাই তাঁদের তড়িঘড়ি উদ্বোধন করতে হয়েছে।
অপরদিকে বালুরঘাটের বিশিষ্ট নাট্য পরিচালক ও অভিনেতা প্রদোষ মিত্র অভিযোগ জানিয়ে বলেন, এই নাট্য উৎকর্ষের সঙ্গে প্রথম থেকেই জেলার বিশিষ্ট ব্যক্তি ও রাজ্যের তথা বালুরঘাটের নাট্য ব্যাক্তিত্ব একাডেমী পুরষ্কার প্রাপ্ত হরিমাধব মুখার্জী জড়িয়ে ছিলেন। সেখানে তাকে বাদ রেখেই শুধুমাত্র ভোটের দিকে লক্ষ্য রেখে এই নাট্য উৎকর্ষ কেন্দ্র উদ্বোধন, শহরের তথা জেলার নাট্য প্রেমী জনগন কিছুতেই মেনে নিতে পারছেন না।
আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথমবার রাজ্যে ক্ষমতায় এসে বালুরঘাটকে নাটকের শহর বলে রাজ্যের মধ্যে নাট্যচর্চার জন্য দিল্লির ন্যাশন্যাল স্কুল অফ ড্রামার আদলে একটি নাট্য উৎকর্ষ কেন্দ্র গড়ার উদ্যোগ গ্রহন করেন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থ অনুকুল্ল্যে ২০১২ সালের আগষ্ট মাসে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শিলান্যাস করেন।
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
অত্যাধুনিক ব্ল্যাকবক্স সহ নাট্য উৎকর্ষ কেন্দ্রটিতে নাট্যচর্চার জন্য আধুনিকমানের সবরকম পরিকাঠামো থাকার পাশাপাশি এই উৎকর্ষ কেন্দ্রের ভিতর ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের থাকার জন্য হোস্টেলও গড়ে উঠেছে। এই উৎকর্ষ কেন্দ্রে রয়েছে কাফেটরিয়া।
আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট
এছাড়াও এই উৎকর্ষ কেন্দ্রে রয়েছে খোলা অডিটরিয়ম সহ নাটক নিয়ে আলোচনা ও নানান বিষয়ে আধুনিক মানের পরিকাঠামো। যা দিল্লির ন্যাশান্যাল স্কুল অফ ড্রামার সাথে পাল্লা দেবার ক্ষেত্রে কোন অংশে কম নয় বলে জানিয়েছেন বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব অর্পিতা ঘোষ।
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন
আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।