জেলে আচমকা অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হল সেই এসএসকেএম হাসপাতালে

259
জেলে আচমকা অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হল সেই এসএসকেএম হাসপাতালে
জেলে আচমকা অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হল সেই এসএসকেএম হাসপাতালে

জেলে আচমকা অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। শনিবার প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ হয়ে পড়লেন, চাকরি চুরি বা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার দুপুরে জেলের সেলের ভিতরে তিনি হঠাৎ অসুস্থ বোধ করায়, তড়িঘড়ি নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা।

এদিন হাসপাতালের সামনে গাড়ি থেকে নেমে অসুস্থ অবস্থাতেই, প্রাক্তন মন্ত্রী সাংবাদিক-দের জানান, “শরীরটা ভাল নেই”। কদিন নিজের সেলেই থাকছিলেন পার্থ, খুব একটা বেরচ্ছিলেন না। হঠাৎই প্রেসিডেন্সি জেলে শনিবার দুপুরে, আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই তাঁকে চিকিৎসকরা দেখেন। কিন্তু, অসুস্থতা বেশি দেখেই, পার্থকে এসএসকেএমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ। বিকেল চারটে-নাগাদ পার্থকে আনা হয় এসএসকেএমে।

আরও পড়ুনঃ স্ত্রী ও মেয়ের নামে কোটি-কোটি টাকার সম্পত্তির হদিশ, ‘বেনামি সম্পত্তি নেই’, সাফাই অনুব্রতর

কড়া নিরাপত্তায় ৩টি গাড়ির কনভয় করে, এসএসসি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএমে আনা হয়। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, প্রাক্তন তৃণমূল মহাসচিবের শরীরের ক্রিয়েটিন বেড়েছে। স্বাভাবিকের চেয়ে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেশ কম। পা ফুলেছে তাঁর, শরীরে অস্বস্তি রয়েছে।

হাসপাতালে পার্থর প্রাথমিক শারীরিক পরীক্ষা করে চিকিৎসকরা জানাচ্ছেন, নার্ভাস ব্রেকডাউন হচ্ছিল তাঁর। তবে এখনই হাসপাতালে ভর্তি হওয়ার কোনও দরকার নেই, জানান চিকিৎসকরা। স্বাস্থ্যপরীক্ষার পর ফের প্রেসিডেন্সি জেলে ফিরে, বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন