শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়

655
শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা
শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা

The News বাংলা, দিল্লি: এগিয়ে ভারতই। টানা তৃতীয়বারের মতো সংসদ নির্বাচনে জিতে রেকর্ড গঠন করল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হতে চলেছেন সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর প্রথম অভিনন্দন গেল ভারত থেকেই। প্রথম অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই অভিনন্দন জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা
শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা

আরও পড়ুনঃ তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা

২৯৯ আসনের মধ্যে ২৮৮! নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বললে অনেক কম বলা হবে। প্রায় ৯৬ শতাংশ এর বেশি আসনে জিতে বাংলাদেশে ফের ক্ষমতায় আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো সংসদ নির্বাচনে জিতে রেকর্ড গঠন করল আওয়ামী লীগ। চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের জেতার জন্য অভিনন্দন জানান মোদী।

আরও পড়ুনঃ নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে

শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা
শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা

অন্যদিকে টুইট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমনিতেই শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সম্পর্ক মমতার। হাসিনাকে দিদি বলেই ডাকেন বাংলার দিদি। সোমবার মমতা ফোন করে কথা বলেন শেখ হাসিনার সঙ্গে। মোদীর তরফ থেকে হাসিনাকে ভারতে আসার আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুনঃ কাশ্মীরে অনুপ্রবেশকারী হিংস্র পাকিস্তান ব্যাট সেনাকে খতম ভারতীয় সেনার

বাংলাদেশে এই প্রথম কোন রাজনৈতিক দল পরপর তিন মেয়াদে সরকার গঠন করতে চলেছে। সরকার গঠন করার পর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ২৯৯টি আসনের মধ্য আওয়ামী লীগ এককভাবেই ২৫৯টি আসনে বিজয়ী হয়েছে।

শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা
শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা

আরও পড়ুনঃ চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন। আওয়ামী লীগের অন্য শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি তিনটি আর বিকল্প ধারা ও জাসদ দুটি করে আর জাতীয় পার্টি (জেপি) ও তরিকত ফেডারেশন একটি করে আসনে জয়ী হয়েছে। মোট ২৮৭ টি আসনে জিতেছে আওয়ামী লীগ ও মহাজোটের শরিক দলগুলি। ফল যেটিতে ঘোষণা হয় নি সেখানেও এগিয়ে আছে মহাজোট, বলে জানা গেছে।

আরও পড়ুন: বছর শেষে আবার ইন্দ্রপতন, প্রয়াত চিত্র পরিচালক মৃনাল সেন

যদিও নির্বাচনে আগে থেকেই ব্যালট বাক্সে ভোট ব্যালট ভরে রাখা, এজেন্ট ও ভোটারদের বাধা দেওয়া, প্রকাশ্যেই জাল ভোট দেওয়া, লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অনেক অভিযোগ উঠেছে। নতুন করে ভোটের দাবি তুলেছে বিরোধীরা।

শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা
শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা

আরও পড়ুন: লোকসভার আগেই রামমন্দির রায় দিতে সুপ্রিম কোর্টকে আর্জি মোদীর মন্ত্রীর

নির্বাচনকে প্রহসন বলে অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি করেছে বিএনপির নেতৃত্বে ঐক্যফ্রন্ট। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি, জনসমর্থন না থাকায় বিএনপি ভোট পায়নি। এর আগের ২০১৪ সালের নির্বাচন ছিল একতরফা। যে নির্বাচনে বিএনপি, জামাত সহ বেশিরভাগ বিরোধী দল অংশ নেয়নি।

ফের বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় ভারতের পক্ষে সেটা ভালো হল বলেই মনে করা হচ্ছে। এর ফলে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে। আর মমতা হাসিনা সম্পর্ক যে বাংলা ও বাংলাদেশের সম্পর্ককে আরও একটা নতুন মাত্রা দিতে চলেছে তা বলাই যায়।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন