‘ধক ধক’ গার্ল মাধুরী দীক্ষিত, ‘রং দে তু মোহে গেরুয়া’

522
মাধুরী দীক্ষিত রং দে তু মোহে গেরুয়া/The News বাংলা
মাধুরী দীক্ষিত রং দে তু মোহে গেরুয়া/The News বাংলা

The News বাংলা, মুম্বাইঃ রং দে তু মোহে গেরুয়া। এবার কি গেরুয়া রঙেই নিজেকে রাঙাবেন মাধুরী দীক্ষিত? ২০১৯ এর লোকসভা ভোটে কি বিজেপি-র হয়ে দাঁড়াচ্ছেন মাধুরী? দিল্লী ও মুম্বাই জুড়ে এখন এটাই জোর খবর।

মাধুরী দীক্ষিত রং দে তু মোহে গেরুয়া/The News বাংলা
মাধুরী দীক্ষিত রং দে তু মোহে গেরুয়া/The News বাংলা

এবার রাজনীতিতে পা রাখছেন মাধুরী দীক্ষিত। বিজেপিতে যোগ দিতে চলেছেন ‘ধক ধক’ গার্ল। রাজনৈতিক মহলে এমনই জল্পনা জোরদার হয়েছে। কয়েক মাস আগেই জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসেবে গ্ল্যামার গার্লের বাসভবনে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য, ‘বাহুবলী’কে মাত করে বলিউডের মেগা হিট ‘বাধাই হো’

সেই থেকেই কেন্দ্রের শাসক দলের সঙ্গে সখ্যতা নিয়ে আলোচনা শুরু হয়। তারপর অনেক জল গড়ায়। শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনে এই জনপ্রিয় অভিনেত্রীকে প্রার্থী করে চমক দিতে চাইছে বিজেপি।

মাধুরী দীক্ষিত রং দে তু মোহে গেরুয়া/The News বাংলা
মাধুরী দীক্ষিত রং দে তু মোহে গেরুয়া/The News বাংলা

‘সম্পর্ক ফর সমর্থন’ কর্মসূচীর সময় অমিত শাহ দেখা করেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের সঙ্গেও। শিল্পপতি রতন টাটার সঙ্গেও তাঁর সাক্ষাত্‍ হয়। মাধুরী যে প্রথমবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়ে সরাসরি লোকসভা ভোটের টিকিট পাচ্ছেন সে বিষয়ে নিশ্চিত বিজেপির একাংশ।

আরও পড়ুনঃ বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

প্রাথমিকভাবে সেলেব্রিটিদের জন্য যে প্রার্থী তালিকা তৈরি হয়েছে সেখানে মুম্বই থেকে মাধুরীর নাম রয়েছে বলে সূত্রের খবর। একইসঙ্গে সূত্রের আরও খবর, বলিউডের অভিনেতা অক্ষয়কুমার এবং দক্ষিণের সুপারস্টার মোহনলালের নামও আগামী লোকসভা নির্বাচনে পদ্ম শিবিরের প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছে।

বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেতা সানি দেওলও পেতে পারেন বিজেপির টিকিট। কিন্তু কোনও কিছুই পরিষ্কার করে বলতে নারাজ বিজেপি। তবে একসময়ের ভারতের ‘হার্ট থ্রব’ যে লোকসভা ভোটের শুরুতেই চর্চার মধ্যে সেটা বলাই যায়।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন