বাংলায় ৪২ টি আসনের মধ্যে; বিজেপি পাচ্ছে ১৯ টি আসন। তৃণমূল পাচ্ছে ২২ টি আসন; ও কংগ্রেস ১ টি আসন পেল। খাতা খুলতে পারল না বামেরা।
বাংলার ৪২ টি আসনেই কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই। বেশিরভাগ জায়গায় এবার ৪ দলের লড়াই হয়েছে। ভোট কাটাকাটির অঙ্কে কে কোথায় জিতে যাবেন; তা বুঝতে পারছেন না কোন দলই। সারাদিন চোখ রাখুন The News বাংলায়। দেখুন কে কোথায় এগিয়ে, কে কোথায় জিতে গেল। সঠিক ও নিখুঁত ভোটের ফল দেখুন। সঠিক খবরের জন্য; প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ রাখুন এখানেই।
দল(Political Party) / এগিয়ে(Leading) / জিতে গেছে (Win)
বিজেপিঃ / ০৩ / ১৬
তৃণমূলঃ / ২ / ২০
কংগ্রেসঃ (Others) / ০০ / ০১
বামফ্রন্টঃ / ০০ / ০০
এখনও পর্যন্ত ১৬ টি আসনে জিতে গেছে বিজেপি; এগিয়ে আছে আরও ৩ টি আসনে। ২০ টি আসনে জিতে গেছে তৃণমূল; এগিয়ে আছে আরও ২ টি আসনে। একা অধীর ১ টি আসন পেয়ে কংগ্রেসের মুখ রক্ষা করেছেন। অন্যদিকে বাংলায় বামেদের ঝুলিতে এবার শুন্য।
বাংলায় ৪২ টি আসনের মধ্যে; বিজেপি পাচ্ছে ১৯ টি আসন। তৃণমূল পাচ্ছে ২২ টি আসন; ও কংগ্রেস ১ টি আসন পেল। খাতা খুলতে পারল না বামেরা।