বৃহস্পতিবার থেকেই শুরু রঙের খেলা, জেনে নিন হোলির গল্প

634
বৃহস্পতিবার থেকেই শুরু রঙের খেলা, জেনে নিন হোলির গল্প/The News বাংলা
বৃহস্পতিবার থেকেই শুরু রঙের খেলা, জেনে নিন হোলির গল্প/The News বাংলা

শুভ দোলযাত্রা। হ্যাপি হোলি। হোলি খেলা হয় হোলি? নিশ্চয় খেলেন। তাহলে জেনে নিন এই উৎসবের বিষয় কিছু জিনিস। হোলির আগের দিন হয় হোলিকা বা বাংলায় বলা হয় ন্যাড়া পোড়া।

হোলি খেলার আগের দিন হোলিকা জ্বালানোর একটা নিয়ম আছে। সেই হোলিকা জ্বালানোর নিয়ম আছে অবাঙালিদের মধ্যে। বাঙালিরাও হোলিকা বা ন্যাড়া পোড়ার মধ্যে দিয়ে হোলি উৎসব পালন করে।

আরও পড়ুনঃ প্রেমিকাকে নিজের করে পেতে কি কি করতে হয় পুরুষকে

বলা হয়, রাজা হিরণ্যকশিপুর পুত্র ঘটতকচ ছিল ভগবান বিষ্ণুর ভক্ত। তাকে রাজা শাস্তি দেবে বলে, তাঁর বোন হোলিকাকে বলে ঘটতকচকে আগুনের মধ্যে নিয়ে যেতে।

হোলিকা আশীর্বাদ প্রাপ্ত ছিল। তার আগুনে কিছু হতো না। তবে, ঘটতকচকে আগুনের ভিতরে নিয়ে যাওয়ার সময় হোলিকা নিজে পুড়ে যায়। ঘটতকোচের কিছু হয়না। তাই, হোলির আগের দিন, হোলিকা জ্বালানো হয়।

আরও পড়ুনঃ বিশ্বজুড়ে বাড়ছে নারীদের স্তন ক্যানসার, ভয়াবহ এই রোগের প্রধান ৮টি লক্ষণ

অন্য গল্প অনুযায়ী, শ্রীকৃষ্ণর গায়ের রং নীল হওয়ায় তার মনে হয়েছিল, রাধিকা তাকে পছন্দ করবেন না। তাই, তিনি কিছুটা রং নিয়র লাগিয়ে দেন রাধিকা এবং গোপীদের গালে। সেই থেকেই হোলি উৎসব মানানো হয়। বলা হয় এই উৎসব রাধা কৃষ্ণের প্রেম উৎযাপন করার উৎসব।

হোলি উৎসব ভারতবর্ষ ছাড়াও পাকিস্তান, মৌরিসিয়াস, ফিজি, গুয়ানা, ফিলিপিনসের মতো দেশে পালিত হয়।

আরও পড়ুনঃ টিভি চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন