ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

824
ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ/The News বাংলা
ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ/The News বাংলা

The News বাংলাঃ বিশ্বের প্রথম মহিলা হিসাবে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর প্রধান অর্থনীতিবিদ হলেন গীতা গোপীনাথ। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর গীতার জন্ম কলকাতায়। কর্ণাটকের মাইসোরে গীতার ছোটবেলা কেটেছে। তাঁর বাবা টিভি গোপীনাথ ও মা বিজয়লক্ষ্মী কেরলের কান্নুর জেলার মানুষ। টিভি গোপীনাথ একজন কৃষক এবং মা বিজয়লক্ষ্মী গৃহবধূ।

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ/The News বাংলা
ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ/The News বাংলা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব নিলেন গীতা গোপীনাথ। গীতা উচ্চশিক্ষা নিয়েছেন দিল্লি ও যুক্তরাষ্ট্রে। ২০০১ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন গীতা। দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে বিএ ও দিল্লি স্কুল অব ইকোনমিক্স থেকে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর করেন।

আরও পড়ুনঃ

অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী

প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল

২০০৫ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ২০১০ সালে সেখানে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। প্রথম মহিলা হিসাবে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর প্রধান অর্থনীতিবিদ হলেন গীতা গোপীনাথ। আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিন ল্যাগার্ডে ভূয়ষী প্রশংসা করেছেন গীতার। তাঁকে অসাধারণ অর্থনীতিবিদ হিসাবে ব্যাখ্যা করেছেন।

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ/The News বাংলা
ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ/The News বাংলা

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ হিসেবে গীতা গত সপ্তাহেই দায়িত্ব নিয়েছেন। এই প্রথম কোন নারী এই দায়িত্বে নিযুক্ত হলেন। রঘুরাম রাজনের পর তিনিই এই দায়িত্ব নেওয়া প্রথম ভারতীয়। গীতা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক স্টাডিজের প্রফেসর হিসাবে কাজ করছিলেন। আইএমএফের প্রধান অর্থনীতিবিদ মরিস ওবস্টফেল্ডের স্থলাভিষিক্ত হলেন ৪৬ বছর বয়সী গীতা।

আরও পড়ুনঃ সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ/The News বাংলা
ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ/The News বাংলা

২০০১ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি করেন। এরপরই শিকাগো বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন তিনি। ২০০৫ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০১০ সালে সেখানে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। আইএমএফের ১১তম প্রধান অর্থনীতিবিদ হিসাবে কাজ করবেন গীতা গোপীনাথ।

আরও পড়ুনঃ

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

শুধু শিক্ষকতা নয়, জি-২০-র অর্থ মন্ত্রণালয়ের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন গীতা। এর আগে তিনি কেরালার পিনারাই বিজয়ন সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। ২০১৪ সালে বিশ্বের ৪৫ বছরের কম বয়সী ২৫ জন প্রথম সারির অর্থনীতিবিদ হিসেবে আইএমএফের স্বীকৃতি পান গীতা।

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ/The News বাংলা
ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ/The News বাংলা

২০১৬ সালে কেরলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মুখ্য আর্থিক উপদেষ্টা থাকাকালীন গীতা বিতর্কে জড়িয়েছিলেন সরকারের বেহিসেবি খরচের দিকে আঙুল তুলে। মোদী সরকারের নোট বাতিলের সমর্থক হিসেবেও কিছু মহলে কুড়িয়েছেন সমালোচনা। বিশেষত রাজনের মতো অনেকেই যেখানে নোটবন্দিকে ভারতীয় অর্থনীতির উপর বড় ধাক্কা বলে তোপ দেগেছেন।

গীতার নিয়োগের ফলে আইএমএফ, বিশ্বব্যাংক ও অর্গানাইজেশন ফর কো-অপারেশন ডেভেলপমেন্ট (ওইসিডি)—এই তিন প্রতিষ্ঠানেরই মুখ্য অর্থনীতিবিদ হচ্ছেন একজন নারী। আর ইন্ডিয়ান আমেরিকান অর্থনীতিবিদ গীতা হলেন তার অন্যতম পথিকৃৎ।

আরও পড়ুনঃ

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন