“যতটা দুঃখ, ততটাই লজ্জা”; কেকে’র অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিস্ফোরক কুণাল সরকার। কেন মারা গেলেন কেকে? বিখ্যাত গায়কের অকাল মৃত্যুর জন্য; চারটি কারণকেই নিজের টুইটে লিখে দায়ী করলেন বিখ্যাত চিকিৎসক।
মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে, উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের; গানের অনুষ্ঠান করছিলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে। শুরু থেকেই তিনি অসুস্থতা বোধ করতে থাকেন; এমনটাই জানা যাচ্ছে প্রতক্ষ্যদর্শীদের কাছ থেকে, বেশ কয়েকটি ভিডিও দেখে। তারপর সময়ের আগেই ফিরেছিলেন হোটেলে; তার কিছুক্ষণের মধ্যেই সব শেষ। প্রায়ত হয়েছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে। এই খবর বিনা মেঘে বজ্রপাতের মত নেমে এসেছিল গোটা দেশে। হার্ট অ্যাটাক বলা হলেও, কেকের মৃত্যুর পর; উঠেছে একাধিক প্রশ্ন। যা নিয়েই এবার মুখ খুলেছেন; রাজ্যের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডঃ কুণাল সরকার।
আরও পড়ুনঃ মৃত্যুতেও রূপঙ্করকে কামানোর সুযোগ দিয়ে গেলেন কেকে
ডঃ কুণাল সরকার তাঁর ফেসবুক পোস্টে ও টুইটে মঙ্গলবারের কথা উল্লেখ করে লিখেছেন; “বেদনা আর লজ্জার সন্ধ্যা; যতটা দুঃখ, ততটাই লজ্জা”। কেকে’র ছবি দিয়ে তিনি লিখেছেন; মঙ্গলবারের নজরুল মঞ্চের বেশ কয়েকটি অবস্থার কথা। কুণাল সরকার লিখেছেন, “বেসামাল ভিড়, এসি বেহাল, ভীষণ গরম, মুখের উপর Fire Extinguisher Spray করা। ২ ঘণ্টার উপর সময় নষ্ট করে, শেষ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া”। তারপরেই প্রয়াত কেকের উদ্দেশ্যে তিনি লিখেছেন; “আমাদের ক্ষমা কর”।
আরও পড়ুনঃ কেকের মৃত্যুর পর, বাংলায় আর কেউ গান গাইতে আসবে তো
গায়কের মৃত্যু-তদন্তে উঠে আসছে একাধিক জল্পনা। কেউ বলছেন হার্ট অ্যাটাক, কেউ বলছেন হোটেলের সিঁড়িতে পড়ে গিয়েছিলেন; বমি করেছিলেন, সংজ্ঞা হারিয়ে ফেলে ছিলেন। আবার কেউ বলছেন গায়কের মুখে মাথায়; আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল। বুধবার এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য; গায়কের দেহ পাঠানো হয়েছে। বুধবার সকালে কলকাতায় এসে পৌঁছেছেন, প্রয়াত সংগীতশিল্পীর স্ত্রী ও পুত্র সহ; পরিবারের বাকি সদস্যরা। সঙ্গীতশিল্পীর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নজরুল মঞ্চের দর্শক ধারণ ক্ষমতা ২৪০০ আসনের। কেকে’র অনুষ্ঠান চলাকালীন দর্শক প্রবেশ করেছিল প্রায় সাতহাজার। তাই এসিও কাজ করেনি; এমনটাই অভিযোগ কুণাল সরকারেরও।