শুধুই বাম ভোট রামে? বড় খবর নিয়ে এল; পোস্টাল ব্যালট। ৪২টি আসনের মধ্যে পোস্টাল ব্যালট ভোটে; ৩৯টাতে এগিয়ে বিজেপি।
পোস্টাল ব্যালটে ৪২ আসনের মধ্যে রায়গাঞ্জ ও দক্ষিণ কলকাতায় শুধু তৃণমূল জিতেছে; যাদবপুরে সিপিএম জিতেছে। বাকি ৩৯টাতেই এগিয়ে বিজেপি। এই ভোট সরকারি কর্মীরাই দেন। ফলে পোস্টাল ব্যালটের ভোট; ভাবিয়ে দিয়েছে ভোট বিশেষজ্ঞদেরও।
না ডিএ না পে কমিশন; বঞ্চনার হিসেব পোস্টাল ব্যালটে; এমনটাই উঠে এসেছে ফলে। একনজরে লোকসভা ভিত্তিক; পোস্টাল ব্যালটের রেজাল্ট।
লোকসভা আসন বিজেপি তৃণমূল
১। আরামবাগ ১০৩২ ৩১৬
২। আসানসোল ৬৫১ ১৫৭
৩। বালুরঘাট ১৭৪০ ৫৬১
৪। বনগাঁ ২৩৮৫ ৬৪৬
৫। বাঁকুড়া ৩১১৭ ৮৬৪
৬। বারাসাত ১১৮০ ৬২৫
৭। বর্ধমান-দুর্গাপুর ৯২৬ ৩২৬
৮। বর্ধমান-পূর্ব ৮৫২ ৩৪৪
৯। ব্যারাকপুর ১৫০৪ ২২৭
১০। বসিরহাট ৬০৪ ১৫৮
১১। বীরভূম ১৪৩৮ ৬৫১
১২। বিষ্ণুপুর ২১১৫ ৪১২
১৩। কোচবিহার ২৯৬০ ১০২৪
১৪। দার্জিলিং ৫৪১০ ৮৩১
১৫। দমদম ৭৯০ ৩৫৫
১৬। ঘাটাল ১৪৬৩ ৫৫২
১৭। হুগলি ১৪১৭ ৬০৪
১৮। হাওড়া ৫৬০ ২১২
১৯। যাদবপুর ৬২৩ ৬৯৯ (সিপিএম ৭০৪)
২০। জঙ্গিপুর ৯০৯ ৩২৯
২১। ঝাড়গ্রাম ৩২১০ ১২৫০
২২। জয়নগর ৩৮৭ ২৬৮
২৩। কাঁথি ১৫৮৮ ৬৩৯
২৪। কলকাতা উত্তর ৪৮৯ ৪০১
২৫। মালদা উত্তর ১৭২৬ ৭১৯
২৬। মথুরাপুর ৫৮৭ ৩৬৫
২৭। মেদিনীপুর ২১৪৮ ৫০৯
২৮। মুর্শিদাবাদ ১০৬৪ ৩২২
২৯। রানাঘাট ৩৪৮৬ ১০৮৯
৩০। শ্রীরামপুর ৮৯৮ ৪৭৬
৩১। তমলুক ১৪২৪ ৭৯২
৩২। উলুবেড়িয়া ৫৭০ ৩২৮
৩৩। আলিপুরদুয়ার ৩০১৬ ৯৩০
৩৪। বহরমপুর ১৮০৭ ৫২৪
৩৫। কলকাতা দক্ষিণ ৮৪১ ৯৩১ (এগিয়ে তৃণমূল)
৩৬। বোলপুর ১৩২৪ ৭৩০
৩৭। রায়গঞ্জ ১৭৯০ ১৮০৯ (এগিয়ে তৃণমূল)
৩৮। পুরুলিয়া ২০৯১ ৫৯০
৩৯। মালদা দক্ষিণ ২০৪৫ ৯৭৯
৪০। কৃষ্ণনগর ৩৪০৬ ১২২০
৪১। কাঁথি ১৫৮৮ ৬৩৯
৪২। জলপাইগুড়ি ২৩৩৯ ৫৯৪
পোস্টাল ব্যালটের ভোট দেখে; ইভিএম ভোটের হিসাব আন্দাজ করাই যায়। প্রায় ১০ লক্ষ সরকারি কর্মী আছেন বাংলায়। ৫ জন ফ্যামিলি মেম্বার ভোটার ধরলে; মোট ভোট প্রায় ৫০ লক্ষ। সামনে বিধানসভা ভোট; ডিএ, পে কমিশনের জন্য সরকার পরিবর্তন হবে না; সেটাই বা কে বলতে পারে? চিন্তায় রাজ্য সরকারও।