‘অশান্তি আটকাতে সম্পূর্ণ ব্যর্থ’, হাওড়ার পুলিশে বদল করে স্বীকার করে নিল নবান্ন। হাওড়ায় পরপর অশান্তির জের; সরিয়ে দেওয়া হল হাওড়া সিটি পুলিশের কমিশনারকে। হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন; প্রবীণ কুমার ত্রিপাঠী। হাওড়ায় টানা ৩ দিন; পরপর অশান্তির জের; সরিয়ে দেওয়া হল হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকরকে। তাঁকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে আনা হল। অন্যদিকে, হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন; প্রবীণ কুমার ত্রিপাঠী।
এমনকি সরিয়ে দেওয়া হল; হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কেও। হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার হচ্ছেন; স্বাতী ভাঙ্গারিয়া। কলকাতা পুলিশের সাউথ ওয়েস্টের; ডেপুটি কমিশনার হচ্ছেন সৌম্য রায়। “হাওড়ার পুলিশে বদল করে, নবান্ন স্বীকার করে নিল যে; হাওড়া কাণ্ডে সম্পূর্ণ ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার”; একযোগে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ তৃণমূল নেতাকে মা’রধর, জাতীয় সড়কে সংখ্যা’লঘুরা ভাঙল তৃণমূল বিধায়কের গাড়িও
আজও সংখ্যা’লঘু তা’ণ্ডবে জ্ব’লছে পাঁচলা; বেছে বেছে বাড়িতে আগুন-ভা’ঙচুর-বো’মাবাজি। বৃহস্পতিবার শুক্রবারের পর শনিবারও; অ’শান্ত হাওড়া। শনিবার সকাল থেকেই; জ্ব’লছে হাওড়ার পাঁচলা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ; বেছে বেছে হি’ন্দুদের একাধিক বাড়ি, দোকানে আ’গুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভাঙ’চুর চালানো হয়েছে; তা’ণ্ডব চালানো হয়েছে। ঘরছাড়া বহু মানুষ।
ভ’য়ে সকাল থেকেই; এলাকা ছাড়া পাঁচলার বাসিন্দারা। যারা এখনও রয়েছেন তাঁদের অভিযোগ; পুলিশের সামনেই হা’মলা চালানো হয়েছে। কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে; রাজ্য পুলিশ। নির্বিচারে লুঠ’পাট, ভাঙ’চুর, আ’গুন লাগানো হয়েছে; অভিযোগ বেছে বেছে হি’ন্দুদের বাড়িতেই এই হা’মলা হয়েছে। অশান্তি সামলাতে ব্যর্থ হওয়াতেই; হাওড়ার দুই পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হল। প্রকারন্তরে, রাজ্য সরকার স্বীকার করে নিল; পুলিশের ব্যর্থতা ছিল। এমনটাই অভিযোগ বিরোধীদের।
আরও পড়ুনঃ সংখ্যা’লঘু তা’ণ্ডবে জ্বলছে পাঁচলা, বেছে বেছে বাড়িতে আগুন-ভা’ঙচুর-বো’মাবাজি
অন্যদিকে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে; ফের সরব রাজ্যপাল জগদীপ ধনখড়। “কোন পদক্ষেপ না করেই আইন ভঙ্গকারীদের মদত দেওয়া হচ্ছে; অবিলম্বে কঠোর ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রী”; ট্যুইট করেছেন রাজ্যপাল। শুক্রবারও ঠিক একইভাবে; এইভাবেই উ’ত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার বিভিন্ন এলাকা। শনিবারও কোনওরকম প্ররো’চনা ছাড়াই পাঁচলায়; তা’ণ্ডব চালানোর অভিযোগ উঠেছে সংখ্যা’লঘু-দের একাংশের বিরুদ্ধে।