সব শর্ত মানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁ, নবান্ন বৈঠকের লাইভ কভারেজ করার দাবিও; মেনে নিলেন মমতা। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের একটি বাস; জুনিয়র ডাক্তারদের নবান্নে নিয়ে যেতে পৌঁছে গেছে এনআরএস হাসপাতালে।
নবান্ন নয়; সোমবার স্বাস্থ্য দফতর থেকে চিঠি আসে এনআরএসে। চিঠি পাবার পর আবার জুনিয়র ডাক্তাররা শুরু করে নিজেদের জিবি মিটিং। কারন চিঠিতে সাংবাদিকদের সামনে; বৈঠক করা নিয়ে কিছুই নেই। বৈঠক হবে নবান্নতেই। দেখার এখন কি সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা।
আরও পড়ুন বৈঠকের জায়গা নিয়েও দরাদরি, নবান্ন নয় স্বাস্থ্য দফতরের চিঠি এল এনআরএসে
তবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে নয়; আন্দোলনরত ডাক্তারদের কাছে চিঠি গেল; রাজ্যের স্বাস্থ্য শিক্ষা আধিকর্তা প্রদীপ মৈত্র এর তরফ থেকে। চিঠিতে ডাক্তারদের নবান্নে আসার কথা থাকলেও; ডাক্তারদের দাবি মেনে সংবাদ মাধ্যমের সামনে মিটিং হবে এমন কোন উল্লেখ ছিল না।
আরও পড়ুন এনআরএস কাণ্ডে এবার কর্মবিরতি শুরু করল দিল্লির এইমস ও আইএমএ ডাক্তাররা
এরপরেই চিঠি পাবার পরেই বেঁকে বসেন জুনিয়ার ডাক্তাররা। তাঁরা মিডিয়ার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে; বৈঠক করতে হবে বলে পরিষ্কার জানিয়ে দেন। আর বাংলার চিকিৎসা সংকট কাটাতে তা মেনেও নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর ফলে জুনিয়র আন্দোলনের সব দাবিই মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জুনিয়র ডাক্তারদের ভূমিকা কি হয় সেটাই দেখার।