শুধু বুথ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে সোমবার হবে পঞ্চম দফার ভোট

537
শুধু বুথ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে সোমবার হবে পঞ্চম দফার ভোট/The News বাংলা
শুধু বুথ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে সোমবার হবে পঞ্চম দফার ভোট/The News বাংলা

সোমবার ৬ই মে; পঞ্চম দফার ভোট। মোট সাতটি লোকসভা কেন্দ্রে; ভোটে ১০০ শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। পঞ্চম দফার সব বুথেই আছে কেন্দ্রীয় বাহিনী; তাই সব বুথ-ই স্পর্শকাতর জানিয়েছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন হবে শান্তিপূর্ণ ভাবেই; জানিয়ে দিল নির্বাচন কমিশন। ব্যারাকপুরে বুথের পাশাপাশি; গোটা লোকসভা এলাকাতেও থাকছে কেন্দ্রীয় বাহিনী।

সোমবার, পঞ্চম দফা নির্বাচনে প্রত্যেক থানা পিছু দুটি করে কুইক রেসপন্স টিম থাকছে। কেবলমাত্র ব্যারাকপুর এর জন্য; আলাদা করে আরও দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। ওই দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী; কুইক রেসপন্স টিমের কাজ করবে। সেই ক্ষেত্রে ব্যারাকপুর এর জন্য আরও কুড়িটি কুইক রেসপন্স টিম থাকছে। তাই সোমবার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৫২৮ থেকে বেড়ে ৫৩০ কোম্পানি হল; নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই খবর।

আরও পড়ুনঃ পঞ্চম দফা ভোটের আগে মোদী মমতা নিয়ে বিস্ফোরক বুদ্ধদেব

রাজ্যের ৭ লোকসভায় সোমবার ভোট। একনজরে দেখে নেওয়া যাক; সোমবার কোথায় কত অফিসার থাকছে।
বনগাঁ; মাইক্রো অবজারভার ১০৫; ভিডিও ক্যামেরা ৫৩; সিসিটিভি ১২৫; ওয়েব কাস্টিং ৩০০; মোট ৫৮৩
ব্যারাকপুর; মাইক্রো অবজারভার ১১; ভিডিও ক্যামেরা ২৫; সিসিটিভি ১৫৭; ওয়েব কাস্টিং ৩০০; মোট ৪৯৫
হাওড়া; মাইক্রো অবজারভার ৪২০; ভিডিও ক্যামেরা ১১৪; সিসিটিভি ৬৩৮; ওয়েব কাস্টিং ৩০১; মোট ১৪৭৩

আরও পড়ুনঃ মাওবাদী দমনে ব্যর্থ মোদী, মেদিনীপুরের সভা থেকে তোপ মুখ্যমন্ত্রীর

উলুবেড়িয়া; মাইক্রো অবজারভার ৩৩০; ভিডিও ক্যামেরা ১৩৪; সিসিটিভি ৮১৭; ওয়েব কাস্টিং ২৬৯; মোট ১৫৫৩
শ্রীরামপুর; মাইক্রো অবজারভার ৩৯১; ভিডিও ক্যামেরা ১০৬; সিসিটিভি ৩১৮; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১১৭৮
হুগলি; মাইক্রো অবজারভার ৩১০; ভিডিও ক্যামেরা ২০; সিসিটিভি ১০০; ওয়েব কাস্টিং ২৭০; মোট ৭০০
আরামবাগ; মাইক্রো অবজারভার ৪১১; ভিডিও ক্যামেরা ৫০; সিসিটিভি ২২৭; ওয়েব কাস্টিং ২১৪; মোট ৯৫৩

আরও পড়ুনঃ মহারাষ্ট্র ও ছত্তিসগড়ের মত ভোটে মাওবাদী হামলার আশঙ্কা বাংলায়

আগামীকাল মোট বুথের সংখ্যা; দেখে নিন এক নজরে;
বনগাঁ ১৮৯৯; ব্যারাকপুর ১৫৬৭; হাওড়া ১৮৬৮; উলুবেড়িয়া ১৮২৬; শ্রীরামপুর ২০৩৩; হুগলি ২০৩৯; আরামবাগ ২০৫৮; মোট ১৩২৯০। উত্তর ২৪ পরগণা ও হুগলীর দিকে বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন