রাজ্য শিক্ষা পর্ষদের অপদার্থতা, পুজোর আগে আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ

198
রাজ্য শিক্ষা পর্ষদের অপদার্থতা, পুজোর আগে আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ
রাজ্য শিক্ষা পর্ষদের অপদার্থতা, পুজোর আগে আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ

রাজ্য শিক্ষা পর্ষদের অপদার্থতা, পুজোর আগে আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ। পুজোর আগে টেট উত্তীর্ণ, আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৪ সালে টেট পরীক্ষা দেন, ওই ৫৪ জন পরীক্ষার্থী। টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলে, প্রাথমিকভাবে জানতে পারেন তাঁরা। পরে জানান যায়, প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্নপত্রে ভুল ছিল। তার ফলে ওই ৫৪ জন পরীক্ষায় পাশ করতে পারেননি। এনিয়ে মামলা করেন পরীক্ষার্থীরা। হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকার করে নেয়, প্রশ্নপত্রে ভুল ছিল। এরই প্রেক্ষিতে সেই ৫৪ জনকে, পুজোর আগে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ওই ৫৪ জনকে চাকরিতে বহাল করতে হবে। এর আগেও আরও ২৩ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে পুজোর আগেই, রাজ্যকে সারতে হবে মোট ৭৭ জনের নিয়োগ প্রক্রিয়া। ভবিষ্যতের জন্য রাখা শূন্যপদ থেকে নিয়োগ করতে হবে, নিয়োগের সময়সীমাও বেঁধে দিল আদালত।

আরও পড়ুনঃ শিউরে উঠল বাংলা, অপহরণের পরে ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে নৃ’শংসভাবে খু’ন

বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজোর আগেই আদালত নিয়োগের নির্দেশ দেওয়ায়, স্বাভাবিকভাবেই খুশি চাকরিপ্রার্থীরা। তাঁরা জানান, তাঁদের একটাই ভয় ছিল, বয়স পার হয়ে যাবে। অবশেষে কিছুটা হলেও স্বস্তি মিলেছে মামলাকারীদের। পাঁচ বছর লড়াই করার পরে, চাকরি পাবেন এই যোগ্য চাকরিপ্রার্থীরা। ফের লজ্জার অন্ধকারে ডুবল রাজ্য, সামনে এল রাজ্য সরকারের চূড়ান্ত অপদার্থতার নজির।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন