বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

634
বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা
বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা

The News বাংলা: আগামী মঙ্গলবার সুপ্রিমকোর্টে ঠিক হবে বাংলায় রাস্তায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ রথ চলবে কি চলবে না। সুপ্রিমকোর্টে জয় পেতে এবার রথযাত্রার কর্মসূচি কাটছাঁট করল বিজেপি। এরপরেই নতুন কর্মসূচি দিয়ে রাজ্যকে নোটিস দিল দেশের শীর্ষ আদালত। আগামী মঙ্গলবার এই মামলার চূড়ান্ত শুনানি বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভোটের আগে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মোদী সরকার

বিজেপির রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। আজ মঙ্গলবার শুনানির শুরুতেই যাত্রা কাটছাঁট করে ছোট করা হয়েছে, বলে সুপ্রিম কোর্টে জানান বিজেপির আইনজীবী। এরপরেই বিজেপির রথ যাত্রার নতুন কর্মসূচী নিয়ে রাজ্যকে নোটিস দিল দেশের শীর্ষ আদালত।

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা
বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যেনতেন প্রকারেণ দেশের সর্বোচ্চ আদালতের অনুমতি পেতেই রথযাত্রার কর্মসুচিতে কাটছাঁট করল বিজেপি। যাত্রার সময় ও আয়তন ছোট করে নয়া প্রস্তাব পেশ করা হয়েছে সুপ্রিম কোর্টে। নতুন কর্মসুচি মঙ্গলবারই রাজ্য সরকারকে পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এরপরেই রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এবং কি সিদ্ধান্ত নেওয়া হল, তা সুপ্রিম কোর্টে জানাতে হবে আগামী মঙ্গলবার।

আরও পড়ুনঃ

কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

মেয়েকে স্কুলে ভর্তি করতে গেলেই বাবা মা-কে দিতে হবে মুচলেকা

হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা

উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে রথযাত্রার শুনানিতে বিজেপির তরফে জানানো হয়, তারা রথযাত্রার কর্মসুচির আকার ছোট করতে চায়। নয়া প্রস্তাবে ২০ দিনে চারটি রথ বের করার কথা বলা হয়েছে। কখন কোথায় রথ বেরবো, তার বিস্তারিত তথ্য এদিনই রাজ্য সরকারকে দেওয়ার জন্য বিজেপিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এ ব্যাপারে আদালত রাজ্য সরকারকেও নোটিশ দিয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ওই দিনই রাজ্য আদালতে জানাবে তারা বিজেপির নতুন রথ কর্মসূচী নিয়ে কি সিদ্ধান্ত নিল। তারপরই রায় দেবে দেশের শীর্ষ আদালত।

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা
বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা

জানা গেছে ৪২ দিনের পরিবর্তে, ২০ দিনে চারটি রথ বার করার জন্য এদিন আদালতে আবেদন করে বিজেপি। ১৬ই জানুয়ারী থেকে রথ যাত্রা শুরু করতে চায় বিজেপি। মেদিনীপুর, কোচবিহার, বীরভূম ও গঙ্গাসাগর থেকে এই ৪টি রথ বের করা হবে বলে জানানো হয় বিজেপির তরফ থেকে।

কোন পথে রথগুলি চলবে অর্থাৎ ৪টি রথ যাত্রার পুরো রুট ম্যাপ আজ অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই রাজ্যকে জানাবে বিজেপি। নতুন কর্মসূচির উপর এবার আদালতে মতামত জানাবে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

EXCLUSIVE: সংখ্যালঘুদের ধর্মে সুড়সুড়ি দিয়ে প্রকাশ্যে ভারতের টাকার কালোবাজারি

EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ

বিজেপি না তৃণমূল, পাহাড়ে মোর্চার জোট নিয়ে জল্পনা তুঙ্গে

কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী, রাজ্যের রথযাত্রার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছিলেন। এর জেরে বিজেপি রথযাত্রার প্রস্তুতিও শুরু করে দেয়। তবে সিঙ্গেল বেঞ্চে এই রায়ের পরই ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা নিয়ে যায় রাজ্য সরকার।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি মেনে নিয়ে রথ অনুমতি বাতিল করে আবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসেই ফেরত পাঠান এই মামলা। এরপরেই শীর্ষ আদালতের শরণাপন্ন হয় বঙ্গ বিজেপি। আগামী মঙ্গলবারই সুপ্রিমকোর্টে ঠিক হবে বাংলায় রাস্তায় বিজেপির গেরুয়া রথ চলবে কি চলবে না।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন