রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ; বুধবার লালবাজার অভিযান করতে চলেছে বিজেপি। বুধবার শহরের রাস্তায়; বিরাট মিছিলের ডাক দিয়েছেন; বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, এই অভিযানে থাকবেন রাজ্যের ১৮জন বিজেপির সাংসদ। মূল মিছিলের নেতৃত্ব দেবেন কৈলাস বিজয়বর্গীয়।
একদিকে বিজেপির লালবাজার অভিযান; অন্যদিকে এনআরএস কাণ্ডের জেরে বুধবার রাজ্যের সব সরকারি-বেসরকারি হাসপাতালে; বন্ধ আউটডোর পরিষেবা; এই দুইয়ের জেরে সরগরম বাংলা। সন্দেশখালিতে রাজনৈতিক হিংসার ঘটনায়; দুই দলীয় কর্মী খুনের প্রতিবাদে বুধবার লালবাজার অভিযান বঙ্গ বিজেপির। যে ঘটনায় উত্তাল হতে পারে কলকাতা।
সন্দেশখালির ঘটনার প্রতিবাদে; লালবাজার অভিযান কর্মসূচি করতে চলেছে বিজেপি। লোকসভা ভোটের পর এটাই বিজেপি-র প্রথম কর্মসূচি। কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে; নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্তা করছে রাজ্য প্রশাসন। তবে এর জেরে উত্তপ্ত হতে পারে কলকাতার পরিস্থিতি।
বুধবার বিজেপি-র লালবাজার অভিযান কর্মসূচিতে; সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে শুরু হবে বিজেপি-র মিছিল। বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে; মিছিল যাবে লালবাজার। বেলা ১২টা নাগাদ রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে; জমায়েত হবেন নেতা-কর্মীরা। সেখান থেকে নির্মলচন্দ্র স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে; লালবাজারের দিকে রওনা দেবেন তাঁরা।
বুধবারের লালবাজার অভিযানে; নিজেদের শক্তি দেখাতে চলেছে গেরুয়া শিবির। প্রায় এক লক্ষ কর্মী-সমর্থকদের আনার; পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি। রাজ্যজুড়়ে হিংসার আবহ তৈরি করেছে তৃণমূল। ভেঙে পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা। তাই প্রতিবাদ মিছিলের অভিমুখ লালবাজারের দিকে।
২০১৭ সালের পর আবার; বুধবার কলকাতা পুলিশের প্রধান কার্যালয়ে অভিযান করবে পদ্মবাহিনী। বিজেপির লালবাজার অভিযান ঘিরে; বুধবার উত্তাল হতে পারে কলকাতা। বিজেপির অভিযান রুখতে তৎপর পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই লালবাজার চত্বরে; নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিজেপির মিছিল আটকানোর জন্য; মোতায়েন থাকছে পুলিশের বিশাল বাহিনী।
লালবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিটে থাকছে; পুলিশের ব্যারিকেড। পুলিশি ব্যারিকেড থাকবে ফিয়ার্স লেনেও। ভোট পরবর্তী হিংসা উত্তরোত্তর বেড়েছে এ রাজ্যে; এমনই অভিযোগ বিজেপির। একের পর এক খুনের ঘটনাও ঘটে চলেছে। সবমিলিয়ে রাজ্যজুড়ে; আইনশৃঙ্খলার অবনতি দেখা দিয়েছে।
তারই প্রতিবাদে বুধবারের এই লালবাজার অভিযান বিজেপির। মিছিলে বিশৃঙ্খলা এড়াতে রাস্তায় কড়া নিরাপত্তা। মোতায়েন থাকবে প্রায় ৩০০০ পুলিশ। লালবাজার অভিযান দিয়েই ২০২১ বিধানসভা ভোটের লড়াই শুরু করছে বিজেপি; বলছে বাংলার রাজনৈতিক মহল।