গরমের দুমাসেই উপচে পড়ল রাজ্যের কোষাগার; সৌজন্যে বাংলার ‘বিয়ারপ্রেমী’রা। মদ বিক্রিতে আগেই, অনেক রেকর্ড গড়েছে রাজ্য। প্রত্যেকবার দুর্গা পুজোতেই মদ বিক্রির নতুন রেকর্ড গড়ে রাজ্য। তবে এবার চিলড বা ঠান্ডা কনকনে বিয়ার বিক্রিতেও; রেকর্ড গড়ল বাংলা। রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, গত দুমাসে অর্থাৎ এপ্রিল-মে মাসে; প্রায় ৪৫ লক্ষ কেস চিলড বিয়ার বিক্রি হয়েছে রাজ্যে; যার আর্থিক মূল্য কয়েক শো কোটি টাকা। বলাই বাহুল্য এর দরুন; রাজ্যের কোষাগারে ঢুকেছে কয়েক কোটি টাকা।
এবছর ছিল রেকর্ড গরম। দুমাস ও তার বেশি সময় ধরেই; তীব্র গরমে হাঁসফাঁস করেছে রাজ্যবাসী। আর ওই কথায় আছে না; “কারো পৌষ মাস তো কারো স’র্বনাশ”। এমন তীব্র গরম আবহাওয়ায় যত হাঁসফাঁস করেছে রাজ্যবাসি; তত ফুলেছে রাজ্যের কোষাগার। এইরকম আবহাওয়ায় বাংলার সুরাপ্রেমীদের; প্রথম পছন্দ ছিল ঠান্ডা বিয়ার। সেই চাহিদা মিটিয়েই; এবার রাজ্যের লক্ষ্মীলাভ ঘটেছে।
আরও পড়ুনঃ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ‘জুতো মা’রার দা’ওয়াই’ দিয়ে বিতর্কে বিজেপি নেতা
মা-মাটি-মানুষের সরকারের কোষাগারে দুমাসেই এসেছে; প্রায় ৬৫০ কোটি টাকা। সাম্প্রতিক-কালে রাজ্যে বিয়ার বিক্রিতে; এমন রেকর্ড হয়নি বলেই দাবি আবগারি দফতরের কর্তাদের। এবার মে মাসের শুরু থেকেই; রাজ্যের তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। ফলে বিয়ারের চাহিদা যে বাড়বে; তা বোঝা গিয়েছিল। কিন্তু সেই চাহিদা যে আকাশ ছোঁবে তা কে জানত! তাতেই বাজিমাত রাজ্য সরকারের।
রেকর্ড যে হবে তা বোঝা গিয়েছিল; এপ্রিল মাসেই। এপ্রিল-মাস থেকেই; রাজ্যে শুরু হয়েছিল বিয়ার সংকট। এমনকি বিয়ারের রেশনিং ব্যবস্থাও করতে হয়েছিল; অর্থাৎ একজন সর্বাধিক কতগুলো বিয়ার কিনতে পারবে। তখনই আবগারি আধিকারিকরা অনুমান করেছিলেন; এবার গরমে রাজ্যে রেকর্ড বিয়ার বিক্রি হবে। সেই অনুমানেই এবার সিলমোহর পড়ল। তীব্র গরমের মাস গুলিতে বিয়ার বিক্রি করে; রেকর্ড আয় করল রাজ্য।
আবগারি দফতর সূত্রে খবর, মাত্র গত দুমাসে; প্রায় ৪৫ লক্ষ কেস বিয়ার বিক্রি করেছে আবগারি দফতর। গড়ে হিসাব ধরলে যা থেকে রোজগার প্রায় ৬৫০ কোটি টাকা। এত পরিমান বিক্রি অন্তত সাম্প্রতিক সময়ে হয়নি; বলে দাবি করছেন আবগারি দফতরের আধিকারিকরা। আবগারি দফতরে সূত্রে খবর, বিয়ার সংকটের জেরে; রাজ্যে বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলির উৎপাদন ক্ষমতা বাড়ানো হচ্ছে।