The News বাংলা: আগামী বৃহস্পতিবার ১০ই জানুয়ারী থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ লড়াই। শুনানির জন্য প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করা হল। গোটা দেশ তাকিয়ে এই মামলার দিকে।
আরও পড়ুনঃ বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার
সুপ্রিম কোর্টে অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ লড়াইয়ের শুনানির জন্য প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করা হল। প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি এস এ বৌবদে, বিচারপতি এন ভি রামানা, বিচারপতি ইউ ইউ ললিত ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এই ডিভিশন বেঞ্চের উপর নির্ভর করছে অযোধ্যার ফয়সালা।
গত ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার আবেদন শোনা হয়। কিন্তু, তা এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। ১০ জানুয়ারি মামলার শুনানির দিন ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ। মামলাটির শুনানির জন্য মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ গঠন করা হল।
২০১০ সালে অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি তিন ভাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। রায়ে ওই জমি সমান তিন ভাগে ভাগ করে মামলাকারী তিনটি পক্ষকে দেওয়ার নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুনঃ
ভোটের আগে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মোদী সরকার
বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর
EXCLUSIVE: সংখ্যালঘুদের ধর্মে সুড়সুড়ি দিয়ে প্রকাশ্যে ভারতের টাকার কালোবাজারি
যদিও রায়ে খুশি হয়নি মামলাকারী কোনও পক্ষই। রাম জন্মভূমি ন্যাস বা রাম লালা, নির্মোহী আখড়া ও সুন্নি ওয়াকফ বোর্ড এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই থেকে শুরু হয়েছে মামলা।
এদিকে লোকসভা নির্বাচন যতই এগোচ্ছে ততই মন্দির নির্মাণের জন্য চাপ বাড়ছে মোদী সরকারের ওপরে। আর এবার চাপ আসছে ঘরের ভিতর থেকেই। সে আরএসএস এর শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ হোক বা শরিক শিবসেনা। অযোধ্যায় রাম মন্দির না হওয়ায় প্রত্যেকেই সুর চড়িয়েছেন মোদীর বিজেপির বিরুদ্ধে।
৫ বছর সরকারে থেকেও মন্দির না বানাতে পারায় মোদীকে আক্রমণ করতে ছাড়ছে না কেউই। আদালতের প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় অর্ডিন্যান্স জারি করে মন্দির তৈরির রাস্তা পরিষ্কার করুক সরকার, এমন দাবিও উঠেছে।
মঙ্গলবার শীর্ষ আদালত শুনানির জন্য পাঁচ সদস্যের বেঞ্চ গঠন করে জানিয়েছে, ১০ জানুয়ারি শুনানি শুরু হবে। লোকসভা ভোটের আগেই রায় চাইছে বিজেপি। সেক্ষেত্রে এই রায়কেই ২০১৯ ভোটের হাতিয়ার করতে পারবে মোদী-অমিত শাহরা। কারণ বিরোধীদের রাফায়েল আক্রমণ থেকে বাঁচতে রাম মন্দির বড় ভরসা নরেন্দ্র মোদীর বিজেপির।
আরও পড়ুনঃ
হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা
উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক
ফের গরু চোর সন্দেহে খুন, এবার ‘গোরক্ষকের’ নাম মুসলিম মিঁয়া
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।