“অগ্নিবীরের নামে বিজেপি ক্যাডার তৈরি করছে”; বিধানসভায় ভারতীয় সেনা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতার। সোমবার রাজ্য বিধানসভা অধিবেশনের শুরুতেই, বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; কেন্দ্রের অগ্নিবীর প্রকল্পের কড়া নিন্দা করেন। মুখ্যমন্ত্রী বলেন, “এই প্রকল্প তো আর্মি ডিপার্টমেন্ট থেকে ঘোষণা হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রক করেছে; অগ্নিবীর তৈরির নামে আসলে বিজেপির ক্যাডার তৈরি করা হবে। চার বছর পর চাকরি চলে গেলে; তোমাদের বাড়ির লোকেরও চাকরি চলে যাবে। কিসের অগ্নিপথ? আমি কারও চাকরি খেতে দেব না”। আর এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে; রাজ্য বিধানসভা। বিজেপি বিধায়করা বিধানসভা থেকে; ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসেন।
এদিন মুখ্যমন্ত্রী মমতা আরও বলেন, “মুখরক্ষার জন্য সেনাকে সামনে আনা হয়েছে। দেশে কিছু বিজেপির গুন্ডা তৈরি করার জন্যে; চার বছরের জন্যে বিজেপি ললিপপ দেখাচ্ছে। এটা ডাকাতি ছাড়া আর কিছু না। আমরা ক্ষমতায় আসার পর কারও চাকরি খাইনি; ১ লাখ চাকরি দিয়েছি। এর মধ্যে ১০০টা ভুল হতে পারে; কিন্তু সংশোধনের সুযোগ দিতে হবে। না পারলে জেলে পোড়া হোক”। অগ্নিপথ স্কিমের সমালোচনা করার পাশাপাশি; মমতা শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও রাজ্য সরকারের সাফাই দেন।
আরও পড়ুন; “অগ্নিবীরদের নিয়োগ করব আমার কোম্পানিতে”, দেশজোড়া বিতর্কের মধ্যেই ঘোষণা শিল্পপতির
তাঁর এই মন্তব্য়ের পর; নিন্দায় সরব হন বিজেপি বিধায়করা। এরপরেই বিজেপির বিক্ষভে; উত্তাল হয়ে উঠল বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন; “মুখ্যমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীর নিন্দা করছেন; তা মেনে নেওয়া যায় না”। তাঁর নেতৃত্বে এরপর বিজেপি বিধায়করা, তৃণমূল সরকারকে ‘ঘুষখোর সরকার’ বলে; বিধানসভা থেকে ওয়াকআউট করেন, বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখান। যার সমালোচনা করেন; তৃণমূল বিধায়করা।
আরও পড়ুন; গভীর চক্রান্তের জাল ছিঁড়ে বেরিয়ে আসা পশ্চিমবঙ্গের আজ জন্মদিন
বিধানসভায় এবার সরাসরি মোদী সরকারকে আ’ক্রমণ শা’নালেন; মুখ্যমন্ত্রী মমতা। এদিন বিধানসভায় অগ্নিপথ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন; “অগ্নিপথ প্রকল্পে চার বছরের যে চাকরি; তা সেনার চাকরি নয়। এটি সেনাবাহিনীর তরফ থেকে ঘোষণা করা হয়নি; ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। চার বছরের চাকরির নামে ২০২৪-এর আগে; নিজেদের ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি। এরপরেই ভারতীয় সেনাবাহিনী-কে অপমান করা হয়েছে বলে প্রতিবাদ শুরু করে বিজেপি বিধায়করা।