গড়িয়াহাটের রেশ কাটতে না কাটতেই শহরের মার্কেটে ফের বিধ্বংসী আগুন

601
গড়িয়াহাটের রেশ কাটতে না কাটতেই শহরের মার্কেটে ফের বিধ্বংসী আগুন/The News বাংলা
গড়িয়াহাটের রেশ কাটতে না কাটতেই শহরের মার্কেটে ফের বিধ্বংসী আগুন/The News বাংলা

গড়িয়াহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই শহরে ফের বিধ্বংসী আগুন। তবে এবার নিউটাউনের সাপুরজি মার্কেটে। পুড়ে গেছে প্রায় ৩০টি দোকান। আগুনে নেভাতে গিয়ে একজন দমকলকর্মী সহ আহত তিন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ শাসকের মামলায় আদালতে হাজিরা দেবেন বিজেপির কৈলাশ বিজয়বর্গীয়

বৃহস্পতিবার ভোরে নিউটাউনের সাপুরজি সব্জি মার্কেটে ভয়াবহ আগুন লাগে। ভস্মীভূত অন্তত ৩০টি ঝুপড়ি দোকান। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন একজন দমকলকর্মী। আহত হয়েছেন আরও দুজন স্থানীয় ব্যবসায়ী। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও পড়ুনঃ মৃত্যুদিনে মহাত্মা গান্ধীকে গুলি মেরে গ্রেফতার নেত্রী

বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ নিউটাউনের সাপুরজি মার্কেটে আগুন লাগে। ওই মার্কেটে বেশিরভাগই ঝুপড়ি দোকান ছিল। বেশ কিছু ছোট হোটেল, রেস্টুরেন্ট রয়েছে। এখানে কাজে মানুষরা এইসব জায়গায় দুপুরে খেতেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও একটি ছোটো হোটেলেই আগুন লাগে।

আরও পড়ুনঃ ভারতের সংবিধান রক্ষা করতে ধর্মতলায় আবার ধর্ণা

নিউটাউনের সাপুরজি মার্কেটের উপর দিয়েই গেছে বিদ্যুতের হাই টেনশন তার। সেখান থেকে হুকিং করার চেষ্টা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। হোটেলগুলিতে রাখা পরপর বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। ফলে আগুন আরও ছড়িয়ে পরে।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

স্থানীয় দোকানদাররাই দমকলে খবর দেন। প্রথমে দমকলের ২টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে। এক ঘণ্টার মধ্যে দমকলের আরও ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ভয়ে রাস্তায় নেমে আসেন বহুতলের বাসিন্দারাও। তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পরে।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

আগুনে প্রায় ৩০টি ঝুপড়ি দোকান পুড়ে গেছে। কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে। তবে এদিন দমকল কর্মীদের তত্পরতায় বড় দুর্ঘটনায় এড়ানো সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

অনেক ঝুপড়ি দোকানেই বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। এর ফলে সবকটি গ্যাস সিলিন্ডার ফেটে গেলে বড় বিপত্তি ঘটতে পারত। তার আগেই সেগুলি সরিয়ে নেওয়া সম্ভব হয়। তবে এর মধ্যেই বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। এর একটি লাগে স্থানীয় এক দোকানদারের গায়ে মাথায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

তবে আগুন এখন নিয়ন্ত্রণে। তবে কোথাও আগুন রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস। আপাতত কুল ডাউন প্রসেস করে গোটা মার্কেট এখন জলে ঠাণ্ডা করা হয়েছে। বেআইনি দোকানে এইভাবে গ্যাস সিলিন্ডার মজুত করার বিরুদ্ধে এবার নজরদারি চালাবে প্রশাসন, জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ
আরও পড়ুনঃ দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী
আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন