The News বাংলাঃ Exclusive: লোকসভা ভোটের আগে রাজ্য পুলিশে ব্যপক রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই খুব আর্জেন্ট জানিয়ে রাজ্য পুলিশে ব্যপক রদবদল করা হয়েছে। রদবদল লিস্টে নাম আছে ১২০ জন পুলিশ অফিসারের। বদলি করা হয়েছে সবাইকেই।
আরও পড়ুনঃ বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার
জরুরি নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে সব আইজি, ডিআইজিদের, সব কমিশনারেটে, সিআইডিতে, সব জেলার পুলিশ সুপারকে ও আক্যাউনট দফতরে।
একনজরে দেখে নেওয়া যাক কোন ১২০ জন পুলিশ অফিসারের নাম আছে নবান্ন থেকে ইস্যু হওয়া ৬ পাতার লিস্টে। দেখে নিন নবান্নের নির্দেশের প্রথম দুই পাতা।
রাজ্য সরকার জানিয়েছে, এটা রুটিন রদবদল। এর পিছনে অন্য কোন কারণ খোঁজা অনর্থক। এই রদবদল হওয়ার কথা ছিল। লোকসভা ভোটের আগেই এই বদলি সেরে নেওয়া হল।
একনজরে দেখে নেওয়া যাক কোন ১২০ জন পুলিশ অফিসারের নাম আছে নবান্ন থেকে ইস্যু হওয়া ৬ পাতার লিস্টে। দেখে নিন নবান্নের নির্দেশের তিন ও চারের পাতা।
আরও পড়ুনঃ
গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই
ভোটের আগে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মোদী সরকার
তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু অফিসারের বিরুদ্ধে নানান অভিযোগ আছে। আদালতে মামলা আছে। কিছু অফিসার একই জায়গায় অনেক বছর আছেন। তাই এই রদবদল করা হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক কোন ১২০ জন পুলিশ অফিসারের নাম আছে নবান্ন থেকে ইস্যু হওয়া ৬ পাতার লিস্টে। দেখে নিন নবান্নের নির্দেশের পাঁচ ও ছয়ের পাতা।
আরও পড়ুনঃ
উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক
ফের গরু চোর সন্দেহে খুন, এবার ‘গোরক্ষকের’ নাম মুসলিম মিঁয়া
বেশ কিছু পুলিশ অফিসারের বদলিতে বেশ আশ্চর্য হয়েছেন সংশ্লিষ্ট অফিসারও। তাঁদের কাছে এই হঠাৎ বদলি বেশ অদ্ভুত লেগেছে। কিন্তু সরকারী নির্দেশ মেনেই তাঁরা যোগ দিচ্ছেন নতুন জায়গায়।
তবে এর পিছনেও মমতা সরকারের চাল দেখেছেন বিরোধীরা। বিরোধীদের তরফ থেকে বলা হয়েছে লোকসভা ভোটের আগে বিশেষ বিশেষ জায়গায় বিশেষ অফিসারদের ভোট করাতে পাঠাল তৃণমূল সরকার। তাই একসঙ্গে ১২০ জন অফিসারকে একসঙ্গে বদলি করা হল। অবশ্য নবান্ন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এটি সম্পূর্ণ রুটিন বদলি। এর পিছনে অন্য কোন কারণ নেই।
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।