The News বাংলা, কাশ্মীর: রবিবার সারাদিন সারারাত লড়াইয়ের পর পাকিস্তান বর্ডার একশন টিম(ব্যাট) এর দুই সেনাকে খতম করল ভারতীয় সেনা। উত্তর কাশ্মীরের নওগাঁ সেক্টরে ভারতে অনুপ্রবেশ করা দুই পাক সেনাকে নিকেশ করেছে জওয়ানরা, জানিয়েছে ভারতীয় সেনার ১৫ কর্পস এর আধিকারিকরা।
আরও পড়ুনঃ চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার
রবিবার ভোররাত থেকেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জম্মু কাশ্মীরে অনুপ্রবেশকারী জঙ্গিদের নিকেশ করতে চলেছে গোলাগুলি। অবশেষে রবিবার রাতে ভারতীয় জওয়ানদের হাতে খতম হল পাকিস্তান থেকে ঢুকে পড়া দুই অনুপ্রবেশকারী। পাকিস্তানের এই ব্যাট সেনা আচমকা ঢুকে হামলা করে পালায়। তবে এবার নিকেশ হল জওয়ানদের হাতে।
আরও পড়ুনঃ নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে
আরও পড়ুন: বছর শেষে আবার ইন্দ্রপতন, প্রয়াত চিত্র পরিচালক মৃনাল সেন
ভারতীয় জওয়ানদের তরফে বলা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর সাহায্যে জঙ্গিরা উত্তর কাশ্মীরের নওগাঁ সেক্টরের নিয়ন্ত্রণরেখা পার করে ভারতে প্রবেশ করে বড়সড় নাশকতা ঘটানোর পরিকল্পনা নিয়েছিল। সেই নাশকতার পরিকল্পনা বানচাল করে দেওয়াটা ভারতীয় সেনাদের সাফল্য হিসাবেই দেখছেন সেনাবাহিনীর প্রধানরা। পাক সেনারা নিজেদের সেনা পোশাক পড়েই ভারতে অনুপ্রবেশ করেছিল বলে জানিয়েছেন ভারতীয় সেনা আধিকারিকরা।
আরও পড়ুন: পরিচালক মৃণাল সেনের ফিল্ম পরিচালনার কিছু ‘মণি মুক্ত’
সেনাবাহিনী সূত্রের খবর, ওই সমস্ত পাক অনুপ্রবেশকারীরা নিয়ন্ত্রণরেখার গভীর ঘন সবুজ ঘাসের মধ্যে দিয়ে লুকিয়ে জম্মু কাশ্মীরে প্রবেশ করেছিল। তাদের কাছে উন্নতমানের অস্ত্রশস্ত্রও ছিল, যেমন মর্টার, রকেট লঞ্চার। ভারী অস্ত্র-শস্ত্র নিয়েই তারা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করছিল। নওগাঁয় ভারতীয় সেনার আউট পোস্টে আচমকা হামলা করার ইচ্ছে নিয়েই তারা এসেছিল বলে জানিয়েছেন ভারতীয় সেনা আধিকারিকরা।
আরও পড়ুনঃ অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা
সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, তাদের যাবতীয় কার্যকলাপের উপর নজর রাখছিল নিয়ন্ত্রণরেখায় থাকা ভারতীয় জওয়ানরা। এরপরই সুযোগ বুঝে ভারতীয় সেনাবাহিনী পাক অনুপ্রবেশকারীদের উপর আক্রমণ চালায়। রবিবার রাতভোর চলে সেনাদের সঙ্গে অনুপ্রবেশকারীদের গুলির লড়াই। দীর্ঘ লড়াইয়ের শেষে বেশ কিছু অনুপ্রবেশকারীকে খতম করেছে ভারতীয় জওয়ানরা। তবে সেনাবাহিনীর ধারণা গভীর রাতে বেশ কয়েকজন অনুপ্রবেশকারী নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পালিয়ে গেছে।
আরও পড়ুনঃ লোকঠকানির লোন মাপ, রাহুলকে লজ্জায় ফেলে আত্মঘাতী কৃষক
ভারতীয় সেনার ১৫ কর্পস এর আধিকারিকদের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় সেনারা যথাসময়ে তাদের কাজ করেছে। শুধু তাই নয় তারা অনুপ্রবেশকারীদের খতম করতেও সক্ষম হয়েছে। আগামী দিনেও ভারতীয় সেনারা অনুপ্রবেশকারীদের উপর কড়া নজর রাখবে এবং পাকিস্তানের সমস্ত নাশকতার পরিকল্পনা বানচাল করবে।
এর পাশাপাশি ভারতীয় জওয়ানদের তরফে বলা হয়েছে, দুই পাক অনুপ্রবেশকারীর মৃতদেহ যেন পাকিস্তান ফিরিয়ে নিয়ে যায়। কারণ তারাই এদের অস্ত্রশস্ত্র ও দামী পোশাক দিয়ে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল। শুধু তাই নয়, এই অনুপ্রবেশকারীরা যাতে সহজে ভারতে ঢুকতে পারে তার জন্য ভয়ংকর রকম গুলি-গোলা ছুঁড়তে শুরু করে পাক সেনা।
আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও
পাকিস্তানের এই ব্যাট সেনারা অতন্ত্য হিংস্র হয়। এর আগেও তারা ভারতীয় সেনাদের খুন করে, গলার নলি কেটে পালিয়েছে। এবারও নতুন বছর আসার ঠিক আগে, সীমান্তরেখায় সীমানা পাহাড়া দেওয়া ভারতীয় সেনার উপর আচমকা হামলার তালে ছিল এই ব্যাটের সেনারা। তবে এবার ভারতীয় সেনার নজর এড়িয়ে আর পালাতে পারে নি তারা।
তবে এই লড়াইয়ের জন্য আরও কিছু অনুপ্রবেশকারী ভারত-পাক সীমান্ত দিয়ে পাকিস্তানে পালাতে সক্ষম হয়েছে। এখন দেখার এটাই, খতম হওয়া দুই ব্যাট সেনার মৃতদেহ পাকিস্তান ফেরত নেয় কিনা। তবে ভারতীয় সেনা আধিকারিকদের মতে, অন্যান্যবারের মত এবারের নিজেদের সেনার দেহ নিতে অস্বীকার করবে পাকিস্তান।