The News বাংলা, ঢাকা: শাসকদল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে মৃত প্রায় ১৫, আহত শতাধিক। ভোট পর্ব শেষ হয়ে এখন গণনার কাজ চলছে বাংলাদেশে। ওপিনিয়ন পোলের মত বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষাতেও শেখ হাসিনার আওয়ামী লীগের জয়ের কথা বলা হয়েছে।
আরও পড়ুন: রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ। জাতীয় সংসদ এর জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে ৩০০ জন সংসদ সদস্যকে নির্বাচিত করা হয়। রবিবার ভোট হল ২৯৯ আসনে। এছাড়াও ৫০ জন মহিলা সংসদ সদস্য সংরক্ষিত আসনের মাধ্যমে মনোনীত হন। সারাদিন ধরে হিংসার বাতাবরণে ভোট হল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। মৃত কমপক্ষে ১৫। আহত শতাধিক।
দেশের ইতিহাসে এটি একাদশ সংসদীয় নির্বাচন। এবার কড়া মোকাবিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লিগ ও প্রধান বিরোধী জাতীয় ঐক্য ফ্রন্টের মধ্যে। যার প্রধান কাণ্ডারী বিএনপি। তবে বিরোধী নেত্রী খালেদা জিয়া আপাতত দুর্নীতির অভিযোগে কারাবন্দী।
আরও পড়ুন: গোটা বিশ্বের নিষেধ উপেক্ষা করে নতুন করে সমুদ্রে তিমি শিকার
বাংলাদেশে স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিকেল ৪টে পর্যন্ত চলে ভোটগ্রহণ পর্ব। দেশ জুড়ে জারি করা হয়েছে জোরদার নিরাপত্তা। ৩০০টি আসনের মধ্যে ২৯৯ টি আসনের জন্য হল ভোটগ্রহণ। দেশের ১,৮৪৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা শুরু হয়েছে। ৪০,১৯৩ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এখন চলছে সব কেন্দ্রের ভোটগণনা।
আরও পড়ুন: ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর
শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত গোটা দেশ জুড়ে নির্বাচনী হিংসায় মৃত্যু হয়েছে অন্তত পনেরজনের, আহত শতাধিক। সংবাদসংস্থা পিটিআই একটি প্রতিবেদনে জানিয়েছে, রাঙামাটির কখালি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হন আওয়ামী লীগের যুব শাখা যুব লীগের এক নেতা। এই ঘটনায় জখম হন দশজন।
চট্টগ্রামে এক বিএনপি কর্মী ও রাজশাহীতে একজন আওয়ামী লীগ কর্মীও নিহত হন বলে জানিয়েছে পিটিআই। নরসিংদী ৩ কেন্দ্রে এক আওয়ামী লীগ পোলিং এজেন্ট নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা
পিটিআই সূত্রে জানা যাচ্ছে, রাজশাহী ৩-এর মোহনপুরে বিএনপি সমর্থকদের হাতে মৃত্যু হয়েছে এক আওয়ামী লীগ কর্মীর। পুলিশের গুলিতে চান্দিনা উপজেলায় নিহত হয়েছেন একজন বিএনপি ঐক্য ফ্রন্ট সমর্থক।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ভূমিকম্পের বেশ কিছু অজানা কাহিনী
এছাড়াও দিনাজপুর ২-তে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালীন মৃত্যু হয়েছে এক ভোটদাতার। বাংলাদেশ ছাত্র লীগের এক কর্মী কক্স বাজার ১-এ বিএনপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষে নিহত হন।
বগুড়া ৪-এর বাঘাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষে প্রাণ হারান এক আওয়ামী লীগ সমর্থক। সূত্রের খবর, জামাত সমর্থকদের হাতে নোয়াখালি ৩ কেন্দ্রে মৃত্যু হয়েছে এক নিরাপত্তা আধিকারিকের।
আরও পড়ুনঃ ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ
দেশের নানা ভোট এরিয়া থেকে শাসক দলের ভীতি প্রদর্শনের অভিযোগের প্রেক্ষিতে বিরোধী জোটের নেতা কামাল হোসেন নির্বাচনী আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।
আরও পড়ুনঃ পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি অস্ট্রেলিয়ার
তবে শেখ হাসিনার আওয়ামী লীগের বক্তব্য, নির্বাচন শান্তিপূর্ণ ছিল আগাগোড়াই। এই মর্মে টুইট করা হয়েছে দলের পক্ষ থেকে। অশান্তি ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে বিরোধী বিএনপি জোটের দিকেই।
বাংলাদেশে এবার পুরুষ ভোটারের সংখ্যা ৫.২৫ কোটি। মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের সংখ্যার থেকে কিছুটা কম। সেই সংখ্যা ৫.১৬ কোটি। এবার বাংলাদেশে ১.২ কোটি তরুণ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদের ভোটেই ঠিক হতে চলেছে দুই নেত্রীর ভাগ্য।
আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ আওয়ামী লিগের নেতৃত্বাধীন চৌদ্দ-দলীয় জোট এবং বিএনপি-র নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট। এছাড়াও হাতপাখা প্রতীক নিয়ে ভোটের ময়দানে আছে ‘ইসলামি আন্দোলন বাংলাদেশ’ নামে একটি রাজনৈতিক দল।
আরও পড়ুনঃ জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
সম্প্রতি বেশ কয়েকটি পুর ও গ্রামীণ ইউনিয়ন নির্বাচনে এই দলটি চমকপ্রদ ফল করেছে। চর মোনাইয়ের পীর সৈয়দ মহম্মদ ফজলুল করিমের হাতে গড়া এই দল অনেকগুলি আসনে বড় দুই জোটের হিসেব উল্টে দিতে পারে। চতুর্থ শক্তি হিসেবে নির্বাচনে লড়ছেন বাংলাদেশের কম্যুনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণসংহতি আন্দোলন-সহ আটটি দলের বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীরা।
তবে পুলিশ ও আর্মির সাহায্যে দিনভর দেশজুড়ে শাসকদল আওয়ামী লীগের ভোট জালিয়াতির অভিযোগ তুলে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করল বাম গণতান্ত্রিক জোট। বেশ কিছু আসনে নজরকাড়া প্রচার করলেও বামেদের আসন জেতার সম্ভাবনা কার্যত নেই। দুই বড় জোটের শরিক হিসাবে হাতে গোনা কয়েকটি আসনে লড়ছেন জাসদ, ওয়ার্কাস পার্টি-সহ আরও কয়েকটি বাম দলের নেতারা।
আরও পড়ুন: ইনিই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম
এবারের ভোটে কারাবন্দী বিএনপি নেত্রী খালেদা জিয়া। তবে জেলে থেকেও ভোটারদের উদ্দেশে বার্তা দিয়েছেন খালেদা। জেল থেকে পাঠানো দলনেত্রীর বার্তা এদিন সাংবাদিক বৈঠকে জানান বিএনপি নেতা রিজভি আহমেদ।
বিবৃতিতে খালেদা সকলকে ভোটের লাইনে দাঁড়ানোর আর্জি জানান। একইসঙ্গে যতক্ষণ না ফলপ্রকাশ হচ্ছে, ততক্ষণ ভোটকেন্দ্রগুলি পাহারা দেওয়ার কথা বলেছেন তিনি। শাসকদলকে নিশানা করে খালেদার মন্তব্য, “স্বৈরাচারী শাসন বন্ধ করতে এই ভোট আপনাদের জন্য একটা বড় সুযোগ।”
আরও পড়ুনঃ ভ্রমন আরও সুন্দর করার জন্য কিছু টিপস মনে রাখুন
বাংলাদশে ভোট উপলক্ষ্যে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। নজরদারিতে রয়েছেন প্রায় ৬ লক্ষ নিরাপত্তা কর্মী। এছাড়াও সেনা ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। রবিবার মধ্যরাত পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ যৌনতা কেন্দ্রিক পর্যটনে বিশ্বের সেরা ২০ টি ঠিকানা
এবারের নির্বাচনের একটি মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে দেশের সংখ্যালঘুদের পরিস্থিতি, যার ‘সংবেদনশীল’ দিকটা ক্রমশই ঢাকার কূটনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছে। বাংলাদেশের ১৬ কোটি নাগরিকের মধ্যে প্রায় দশ শতাংশ সংখ্যালঘু, যাঁদের মধ্যে ৮-৯ শতাংশ হিন্দু, ০.৫ শতাংশ খ্রিস্টান, এবং বাদবাকি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। এদের ভোট কোনদিকে গেছে তা রবিবার রাতের মধ্যেই জানা যাবে।