ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ, কলকাতায় ফের ইডির অভিযান

256
কলকাতায় ফের ইডির অভিযান, ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ
কলকাতায় ফের ইডির অভিযান, ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ

ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ, কলকাতায় ফের ইডির অভিযান। শহরে ফের উদ্ধার বিপুল টাকা। কয়েক ঘণ্টা তল্লাশির পরে, পাহাড়প্রমাণ টাকার খোঁজ পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত যা গোনা হয়েছে, তা ৭ কোটি টাকারও বেশি। গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ির খাটের নিচ থেকে, প্যাকেটবন্দি নোট উদ্ধার করা হয়েছে। মেশিন এনে টাকা গোনা শুরু হয়েছে।

ইডি-র হানায় এখনও পর্যন্ত উদ্ধার, ৭ কোটি টাকা গার্ডেনরিচে। পরিমাণ আরও বাড়বে। পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে, উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে, ব্যবসায়ী নিসার খানের বাড়িতে খাটের তলায় প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল ওই টাকা, দাবি ইডি সূত্রে। অনলাইন গেমিংয়ে প্রতারণার অভিযোগে, ইডি এই তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর।

আরও পড়ুনঃ কলকাতা বন্দরে ২০০ কোটি টাকার মাদক উদ্ধার করল গুজরাত পুলিশ

শনিবার কলকাতার তিন জায়গায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে। পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে এই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি’র আধিকারিকরা ৷ জানা গিয়েছে, এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকার হদিশ পেয়েছে ইডি। গার্ডেনরিচে হওয়া তল্লাশি অভিযানে, নিসার খানের বেডরুমে খাটের তলা থেকে বান্ডিল-বান্ডিল নোট উদ্ধার হয়েছে।

আপাতত উদ্ধার হওয়া টাকার পরিমাণ, ৭ কোটি বলে জানা গিয়েছে। টাকা গোনার কাজ এখনও চলছে। পাশেই আরও এক ব্যবসায়ীর বাড়িতে, তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা। গার্ডেনরিচে শাহি আস্তাবল গলির পাশেই, ময়ূরভঞ্জ রোডে এক বস্ত্র ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে এখন।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন