রাজ্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই-য়ের চোখে ফেরার তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য

245
রাজ্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই-য়ের চোখে ফেরার তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য
রাজ্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই-য়ের চোখে ফেরার তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য

রাজ্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই-য়ের চোখে ফেরার তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য। তাঁকে না পেয়ে, লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। সেই মানিক ভট্টাচার্য মঙ্গলবার দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বিধানসভায়। তাঁকে এদিন বিধানসভায় দেখে চমকে যান, বিজেপি ও তৃণমূল বিধায়করা। সবাই দেখতে পাচ্ছে, আর সিবিআই পাচ্ছে না? প্রশ্ন বাংলার মানুষের।

এদিন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, কেন তাঁর বিরুদ্ধে সিবিআই লুক আউট নোটিশ জারি করল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, “আমি তো সিবিআই যতবার ডেকেছে, ততবার ওদের দফতরে গিয়েছি। তদন্তে সমস্তরকম সাহায্য করেছি। তারপরেও কেন আমার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হল জানি না”।

আরও পড়ুনঃ কয়লা পাচার মামলায় ডাক মেনকার, অভিষেকের শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ

সিবিআইয়ের খাতায় তিনি ফেরার। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। সেই মানিক ভট্টাচার্যই, সবাইকে চমকে দিয়ে হাজির বিধানসভায়। বিধায়ক হিসাবে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে, মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় যান তিনি। সেখানেও কেন তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি।

এদিন দুপুরে নিজের সরকারি গাড়িতে, বিধানসভায় পৌঁছন মানিকবাবু। এদিন বিধানসভায় ছিল উচ্চশিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক। সেই বৈঠকে অংশগ্রহণ করেন মানিক ভট্টাচার্য। এরপর তাপস রায়ের ঘরে বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করেন, কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। বিধানসভায় ২টি স্ট্যান্ডিং কমিটির সদস্য মানিকবাবু।