সরকারি চাকরির পর, দলীয় পদ পাইয়ে দিতেও টাকা; তৃণমূল নেতার বাড়িতে হা’মলা দলেরই কর্মীদের। সরকারি চাকরির পর এবার তৃণমূলের দলীয় পদ পাইয়ে দিতেও টাকা নেওয়ার অভিযোগ উঠল; মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বিরুদ্ধে। তৃণমূল নেতা ইদ্রিশ আলির বাড়িতে; রীতিমতো তা’ণ্ডব চালালেন দলের কর্মীরাই। দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন; এই তৃণমূল নেতা।
তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির উপস্থিতিতেই; তাঁর বাড়িতে চলে দলীয় কর্মীদেরই তা’ণ্ডব। অবাধে চলল ভাঙ’চুর, তছনছ করে দেওয়া হল নেতার বাড়ির আসবাব। বাড়ির ভিতরে যখন তৃণমূল বিধায়ক রয়েছেন; তখনই বাড়ির জানলায় আছড়ে পড়ল ইট, বাঁশ-লাঠির বাড়ি। বাড়ির বাইরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে টেবিল চেয়ার। অভিযোগ, তৃণমূলের দলিয় পদ পাইয়ে দিতেই; টাকা নিয়েছেন ইদ্রিস আলি।
আরও পড়ুনঃ বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’
দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করে, টাকা নেওয়ার অভিযোগে; সোমবার এভাবেই তা’ণ্ডব চলে মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, দলে পদ দেওয়ার লোভ দেখিয়ে; ১২ লক্ষ টাকা নেন ইদ্রিশ। কিন্তু কোন কাজ হয়নি। সব অভিযোগ অস্বীকার করে; পাল্টা আইনি ব্যবস্থার হুঁ’শিয়ারি দিয়েছেন ইদ্রিশ।
বাড়ি-গাড়ি ভাঙ’চুর ও দলীয় কর্মীদের একাংশের বি’ক্ষোভের ঘটনায়; পুলিশের দ্বারস্থ হয়েছেন ইদ্রিশ। রাতেই বিধায়কের আপ্ত-সহায়ক ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে নাম রয়েছে কুঠিরামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি; তৃণমূল নেতা মোস্তাফা শেখ-সহ ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় দু’ষ্কৃতীর।