পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক ব্যর্থ, সাংবাদিকদের সোর্স হিসাবে কাজে লাগাতে নির্দেশ মমতার

323
পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক ব্যর্থ, সাংবাদিকদের সোর্স হিসাবে কাজে লাগাতে নির্দেশ মমতার
পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক ব্যর্থ, সাংবাদিকদের সোর্স হিসাবে কাজে লাগাতে নির্দেশ মমতার

পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক ব্যর্থ; তাই সাংবাদিকদের সোর্স হিসাবে কাজে লাগাতে নির্দেশ মমতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশের কাছে সব তথ্য সঠিক সময় এসে পৌঁছচ্ছে না; সাংবাদিকদের কাছে অনেক আগে খবর পৌঁছে যায়”। তাই সেই সাংবাদিকদের টাকা দিয়ে; পুলিশের সোর্স হিসাবে নিয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে একের পর এক ঘটনায় উঠে এসেছে গোয়েন্দাদের ব্যর্থতা; যাতে মুখ পুড়েছে রাজ্য সরকারের। গোয়েন্দা তথ্য দ্রুত জোগাড় করতে; তাই এবার পুলিশকে সাংবাদিকদের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। সঙ্গে রাজ্যের বিভিন্ন থানায় জমা পড়া ভুয়ো অভিযোগ খতিয়ে দেখতে; কমিটি গঠনেরও নির্দেশ দিলেন তিনি। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে; রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশের কাছে সব তথ্য সঠিক সময় এসে পৌঁছচ্ছে না; সাংবাদিকদের কাছে অনেক আগে খবর পৌঁছে যায়; জেলায় জেলায় অনেক গরিব সাংবাদিক রয়েছেন; যারা ঠিকমতো মাইনে পান না; দরকার হলে তাদের সোর্স হিসাবে ব্যবহার করুন; প্রতিটি ব্লকে এদের তালিকা তৈরি করুন”।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “পুলিশের আগে ঘটনার খবর সাংবাদিকরা পেয়ে যায়; ফলে সাংবাদিকদের কীভাবে সোর্স হিসাবে কাজে লাগানো যায় তার জন্য জেলার পুলিশ সুপারদের দেখতে হবে”। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খবরের সোর্সের জন্য পুলিশের কাছে সরকারের টাকা বরাদ্দ থাকে; ওই টাকা দিয়ে জেলার গরিব সাংবাদিকদের ব্যবহার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এর আগে জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে; সরকারের পক্ষে ভালো খবর করলে জেলা থেকে প্রকাশিত সংবাদপত্রকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তার থেকে একধাপ এগিয়ে সাংবাদিকদের টাকা দিয়ে; পুলিশের সোর্স হিসাবে ব্যবহার করার কথা বললেন মুখ্যমন্ত্রী।

বুধবার নবান্নে সাংবাদিকদের সামনেই বিভিন্ন জেলার প্রশাসনিক প্রধান ও পুলিশকর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিটিংয়ের মধ্যেই হঠাৎ করেই; হাঁসখালির প্রসঙ্গ তোলেন মমতা। হাঁসখালির ঘটনা নিয়ে পুলিশের উদাসীনতা ও একাধিক অভিযোগ তুললেন তিনি। হাঁসখালির ঘটনা নিয়ে রানাঘাটের পুলিশ সুপারকে; ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে সরাসরি রানাঘাট পুলিশ সুপারকে বলেন; “হাঁসখালিতে ঘটনাটা ঘটল কী করে! তোমাদের কাছে কোনও খবর থাকে না? তোমাদের জন্য রাজ্য সরকার কেন সাফার করবে?

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন