একেই বলে একাই একশো, ১০০ ভোট দিলেন তৃণমূল নেতা মহারাজা নাগ

3162
একেই বলে একাই একশো, ১০০ ভোট দিলেন তৃণমূল নেতা মহারাজা নাগ/The News বাংলা
একেই বলে একাই একশো, ১০০ ভোট দিলেন তৃণমূল নেতা মহারাজা নাগ/The News বাংলা

একেই বলে একাই একশো। একাই ১০০ ভোট দিলেন তৃণমূল নেতা মহারাজা নাগ। শুধু তাই নয়; একনম্বরে তৃণমূলের হয়ে ছাপ দিতে হবে বলে প্রকাশ্যে শাসানিও দিল তৃণমূলের এই বাহুবলী নেতা। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে হঠিয়ে দেয়; তৃণমূল নেতা মহারাজা নাগকে। ঘটনায় রিপোর্ট তলব করল; নির্বাচন কমিশন

আরও পড়ুনঃ ব্যারাকপুরে তৃণমূল কর্মীদের সঙ্গে মারপিটে মুখ ফাটল বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের

তারকেশ্বরে বয়স্কদের হয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠল; মহারাজ নাগ নামের ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। মাঝেমধ্যেই বুথে ঢুকে ইভিএম-এর কাছে চলে যাচ্ছেন তিনি। ভোট দিয়েও দিচ্ছেন। শুধু তাই নয়, কোন চিহ্নে ভোট দিতে হবে; বুথে দাঁড়িয়েও তাও বাতলে দিচ্ছেন ভোটারদের।

তারকেশ্বরের তালপুরে অন্যের হয়ে ভোট দানের অভিযোগ উঠল তৃণমূল নেতা মহারাজা নাগের উপর। ভোটারদের কে নিয়ে গিয়ে; ভোট দান কক্ষ-এ দেখা গেল তৃণমূল নেতাকে। তারকেশ্বরের ১১০ নম্বর বুথের ঘটনাটি ঘটে। ভোটারদের বুথে নিয়ে গিয়ে; নিজেই টিপলেন ইভিএমের বোতাম।

আরও পড়ুনঃ ভোট শুরুতেই উত্তপ্ত ব্যারাকপুর, দত্তপুকুরে বিজেপি ক্যাম্প অফিস ভাংচুর

তারকেশ্বরে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মহারাজা নাগের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলল বিজেপি। অভিযোগ, বুথে ঢোকার মুখে দাঁড়িয়ে তিনি ভোটারদের বলে দিচ্ছেন; কোন নম্বরে ভোট দিতে হবে। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে এমন ছবিই। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ছাত্র পরিষদের ওই নেতা।

তবে ক্যামেরায় দেখা যায়; বৃদ্ধ ও বয়স্ক ভোটারদের বুথে নিয়ে যাবার অছিলায়; নিজেই টিপে দিচ্ছেন ইভিএমের বোতাম। বারবার একই ঘটনা ঘটে প্রকাশ্যে ক্যামেরার সামনেই। খবর পেয়ে তারকেশ্বরের তালপুরে ১১০ নম্বর বুথের ওই প্রিজাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় ভোট পরিচালনার জন্য অন্য অফিসারকে পাঠানো হয়েছে।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন