এবার একেবারে প্রধানমন্ত্রীর রাজ্যে। গরুকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গুজরাটে। ভোটের মধ্যে এই ঘটনায় তোলপাড় গোটা দেশ।
রাহুলকে রাজনীতিতে অপরিপক্ক বলে কটাক্ষ প্রাক্তন কংগ্রেস মন্ত্রীর
আহমেদাবাদের মেঘানিনগর থানার পুলিশ গ্রেফতার করেছে লালো পাটনি নামের এক বছর বাইশের যুবককে। ধর্ষিত গরুটির মালিক গোবর দেশাইয়ের অভিযোগের ভিত্তিতে পশু ধর্ষণ আইনে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আহমেদাবাদ পুলিশ। বিক্ষোভও দেখায় গো রক্ষা বাহিনী।

আরও পড়ুনঃ মুসলিম বলেই আব্বার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কমিশন, দাবি আজম পুত্রের
ধর্ষিত গরুটির মালিক, গোবর দেশাই সংবাদমাধ্যমকে বলেছেন, তাঁর চারটি গরু আছে। বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স মাঠে প্রতিদিন সকালেই গরুগুলিকে চড়তে দিয়ে আসেন তিনি। বিকেল বিকেল গিয়ে নিয়ে আসেন গোয়ালে। তিনি বলেন, “দুদিন আগে মাঠে গরু আনতে গিয়ে দেখি মাস পাঁচেকের একটি গরু নেই। খুঁজতে শুরু করি। তারপর দেখতে পাই একটি পাঁচিলের পিছনে গরুটিকে বসিয়ে নিজের প্যান্ট নামিয়ে যৌন সঙ্গম করছে ওই যুবক”।
আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা বঢরাকে চোরের স্ত্রী হিসেবেই জানবে দেশবাসী, বিস্ফোরক উমা ভারতী
ঘটনাস্থলেই ওই যুবককে ফেলে পেটাতে শুরু করেন গোবর। তারপর খবর দেন আহমেদাবাদ পুলিশ কন্ট্রোলে। পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় ওই যুবককে। গোবর জানিয়েছেন, এই ধরনের ঘটনা আগে সংবাদমাধ্যমে দেখেছেন তিনি। কিন্তু এমন যে তাঁর গরুর সঙ্গেই হবে, তা ভাবতেও পারেননি।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর
গতবছর হরিয়ানায় বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছিল। একবার তো জানা গিয়েছিল একটি থানার ভিতর এক পুলিশ কনস্টেভ্ল একটি পূর্ণ বয়স্ক ছাগলকে ধর্ষণ করেছেন। পরে হরিয়ানা পুলিশ সেই কনস্টেবলকে সাসপেন্ডও করেছিল। আর এবার একেবারে গুজরাটেই গোমাতাকে ধর্ষণের অভিযোগ উঠল।
আরও পড়ুনঃ দেশকে চমকে দিয়ে লোকসভা নির্বাচনে রূপান্তরকামী রাধা
আরও পড়ুনঃ কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর ভোট বাতিলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।