Arpita Mukherjee – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Aug 2022 16:09:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Arpita Mukherjee – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বৃষ্টির সন্ধ্যায় “চপ তেলেভাজা মুড়ি খাবই”, জেলে জোর আবদার পার্থ চট্টোপাধ্যায়ের https://thenewsbangla.com/partha-chatterjee-request-chop-televaja-muri-on-rainy-evening-at-presidency-jail/ Mon, 08 Aug 2022 16:09:23 +0000 https://thenewsbangla.com/?p=15954 বৃষ্টির সন্ধ্যায় “চপ তেলেভাজা মুড়ি খাবই”; জেলে জোর আবদার পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি হেফাজতে থাকাকালীনই খাবার নিয়ে; পার্থ নানারকম আবদার করছিলেন বলে জানা গিয়েছিল। এবার প্রেসিডেন্সি জেল হেফাজতেও, খাওয়া নিয়ে নানান ‘বায়না’ জুড়েছেন; তৃণমূলের প্রাক্তন নেতা-মন্ত্রী। সোমবার বৃষ্টির সন্ধ্যের তার জোর বায়না; “চাই তেলেভাজা চপ মুড়ি”। ডাক্তার-দের অনুমতি নিয়ে; খানিকটা বাধ্য হয়েই পার্থর সেই আবদার মেটাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জেলের মাটিতে বসে; জমিয়ে চপ-মুড়ি-তেলেভাজা খেলেন পার্থ।

১৪ দিনের ইডি হেফাজত শেষে; গত শুক্রবার থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা হয়েছে জেল। আর প্রেসিডেন্সি জেলে বাকি সমস্যার মধ্যে; সব থেকে প্রধান হয়ে উঠেছে জেলের খাবার। ‘খাদ্যরসিক’ পার্থর জেলের খাবার, আর মুখে রুচছে না। তার ওপর জেল কর্তৃপক্ষ তাঁকে দিচ্ছে; শুধুই ডায়াবেটিক খাবার, পদ। জেলজীবনের চতুর্থ দিনে, অবশেষে কাটল সেই একঘেয়েমি। সোমবার রীতিমতো বায়না ধরে, জেলের ক্যান্টিন থেকে চপ, বেগুনি, মুড়ি আনিয়ে দেদার খেলেন পার্থ চট্টোপাধ্যায়।

বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, সোমবার বিকেল হতেই; জেলে চপ-মুড়ির আবদার করেন পার্থ চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই সেই আবদার নাকচ হয়ে যায়; কিন্তু পার্থবাবু নাছোড়বান্দা। চপ-তেলেভাজা-মুড়ি, তাঁর চাই-ই-চাই। অবশেষে জেলের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন; প্রেসিডেন্সি জেলের আধিকারিকরা। শেষ পর্যন্ত অনুমতি মেলায়, জেলের ক্যান্টিনে তৈরি চপ-তেলেভাজা ও মুড়ি পান পার্থ। তৃপ্তি করে সেগুলি খান, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়; হাঁফ ছাড়েন জেল আধিকারিকরা।

]]>
বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’ https://thenewsbangla.com/west-bengal-people-voice-went-up-cow-thief-job-thief-tmc-leaders-in-problem/ Mon, 08 Aug 2022 14:15:38 +0000 https://thenewsbangla.com/?p=15944 বাংলায় আওয়াজ উঠে গেল; ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’। ২০২১ মে, সবে একবছর বয়স হয়েছে; ২১১ আসন নিয়ে ক্ষমতায় আসা একটা দলের সরকারের। এক-বছরের মধ্যে সেই দলটার দোর্দণ্ডপ্রতাপ দুই নেতাকে; এই বাংলার মানুষই চিৎকার করে ডাকছে, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’। অবিশ্বাস্য, ভাবা যায়!?

বাংলার মানুষকে, ভোটারদের যারা ‘গাধা’ ভাবেন; তারা এখনও শুধরে যান। এসএসকেএম হাসপাতালে কিছু সাধারণ মানুষ আজ চিৎকার করে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রিয় নেতা অনুব্রত মণ্ডলকে রীতিমতো আওয়াজ দিল, “এই গরু চোর”। দুদিন আগেই আলিপুর জেলে, কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী থাকা পার্থ চট্টোপাধ্যায়-কে; আওয়াজ দিয়েছে “এই চাকরি চোর” বলে।

দুদিন আগেই জোকা ইএসআই হাসপাতালে, বাংলার এক সাধারণ নারী, জুতো ছুঁড়ে মেরেছে পার্থ চট্টোপাধ্যায়-কে। পুলিশ কোন ব্যবস্থা নেয়নি; মহিলার বাড়িতেও তৃণমূলের হা’মলা হয়নি। ওই মহিলা, ভাণ্ডার ও ভাতা পান বলেই জানা গেছে। অর্থাৎ ভাণ্ডার-ভাতা দিয়ে, আর বাংলার মানুষের মুখ বন্ধ করা যাচ্ছে না।

আরও পড়ুনঃ পাঁচ বছরে উনিশজন তৃণমূল নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি, ইডিকে পার্টি করল হাইকোর্ট

২০০৬ সালে ২৩৫ আসন পাবার পরে, রাইটার্সে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিরোধীদের ব্যঙ্গ করে সাংবাদিকদের বলেছিলেন; “আমরা ২৩৫, ওরা শুধু ৩৫”। ২০১১ সালে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিল; সিপিএম সহ বামেদের। আর ২০১৬তে ২১১ আসন দিয়ে ক্ষমতায় আনা তৃণমূলের দুই বড় নেতাকে, প্রকাশ্যে ‘চোর’ বলছে বাংলার মানুষ।

বাংলার আমজনতা-কে ‘Taken For Granted’ করে ডুবেছিল বামেরা। সেই এক জিনিস করল তৃণমূল। ভাণ্ডার আর ভাতায় মানুষকে ভিক্ষা দিয়ে যারা ভেবেছিল, যত খুশি দুর্নীতি করা যাবে; আজ তাদের আওয়াজ দিচ্ছে সাধারণ মানুষ। ‘চোর-চোর’ বলে। বাংলার মানুষের ধৈর্য বেশি, তাঁরা যাদের নির্বাচন করেন, তাদের সময় দিতে পছন্দ করেন। তাই বাম ৩৪ বছর, তৃণমূল ১৫ বছর। কিন্তু জল মাথার উপর উঠলে, কিভাবে ‘খাল কেটে’ জল-জঞ্জাল সাফ করতে হয়, সেটাও তাঁরা বিলক্ষণ জানেন।

আওয়াজ কিন্তু উঠে গেছে; ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’। অপেক্ষা করুন, দুদিন বাদেই আরও শুনতে পাবেন, ‘এই কয়লা চোর’, ‘এই বালি চোর’……
(সম্পাদকীয় লিখলেন, মানব গুহ)

]]>
জেলের খাটে উঠলেন প্রভাবশালী পার্থ, মেঝেতেই পরে রইলেন ঘনিষ্ঠ অর্পিতা https://thenewsbangla.com/formar-tmc-minister-partha-chatterjee-get-bed-in-kolkata-presidency-jail/ Mon, 08 Aug 2022 07:47:27 +0000 https://thenewsbangla.com/?p=15927 জেলের খাটে উঠলেন প্রভাবশালী পার্থ, কিন্তু মেঝেতেই পরে রইলেন ঘনিষ্ঠ অর্পিতা। প্রাক্তন মন্ত্রীর অনুরোধে, প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ; ঘুমানোর জন্য খাট দিল পার্থ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে, আলিপুর মহিলা সংশোধনাগারের সেলে; মেঝেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে থাকতে হল পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে। অত্যাধিক শারীরিক স্থূলতার কারনে, প্রথম রাত প্রেসিডেন্সি জেলের সেলে; কমোডে বসেই কাটিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার জেলের সেলে রাতে মাটিতে চারটি কম্বল পেতে; কোনক্রমে শুয়ে ছিলেন তিনি। কিন্তু সেভাবেও রাতে ঘুম আসেনি প্রাক্তন মন্ত্রীর। তাই শনিবার রাতে তাঁকে একটি চৌকি মতো খাট; দেওয়া হয়েছে জেল কর্তৃপক্ষের তরফে।

জেল কোডের সমস্ত দিক খতিয়ে দেখে; জেশপ বিল্ডিং থেকে পার্থর জন্য একটি ‘চৌকিখাট’ বরাদ্দ করা হয়। এদিকে প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ করে; অন্য কয়েদীরা টিপ্পনী কাটে। কিছু বন্দি তাঁকে লক্ষ্য করে; নানা কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। এমনকী অর্পিতার নাম ধরেও; নানা অশ্রাব্য মন্তব্য করে। জেলের মধ্যে মা-কালীর ছবিতে মালা দিতে গেলে; তাঁকে চোর-চোর বলে ডাকেন কিছু বন্দী। গালিগালাজও শুনতে হয় পার্থকে।

আরও পড়ুনঃ পার্থের পরে কি মমতা, খুশিতে ‘ডগমগ’ কুণালের মুখ বন্ধ করল তৃণমূল

অন্যদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা এখনও মাঝে-মাঝেই; ফুঁপিয়ে কেঁদে উঠছেন জেলের মধ্যে। তবে তার কোন খাট জোটেনি, রাত কাটছে মেঝেতে শুয়ে; এপাশ-ওপাশ করে। প্রভাবশালী খাট পেলেন, আর প্রভাবশালীর ঘনিষ্ঠ হয়েও; মানুষের টাকায় ফুর্তি মারার ফল ভোগ করতে হচ্ছে অর্পিতাকে।

]]>
পার্থের পরে কি মমতা, খুশিতে ‘ডগমগ’ কুণালের মুখ বন্ধ করল তৃণমূল https://thenewsbangla.com/tmc-censor-kunal-ghosh-giving-reaction-on-partha-chatterjee/ Mon, 08 Aug 2022 06:59:59 +0000 https://thenewsbangla.com/?p=15920 পার্থের পরে কি মমতা, খুশিতে ডগমগ কুণালের মুখ বন্ধ করল তৃণমূল। ইডি হেফাজতের পরে; পার্থ চট্টোপাধ্যায় এখন রয়েছেন প্রেসিডেন্সি জেলে। ইডি হেফাজতে যাওয়ার পর থেকেই; বিভিন্ন ইস্যুতে তাঁকে আক্রমণ করে চলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। একাধিকবার নাম করে পার্থ চট্টোপাধ্যায়কে; সরাসরি নিশানা করেছেন তিনি। আইকোর থেকে এসএসসি দুর্নীতি কাণ্ডে; পার্থকে একের পর এক কটাক্ষ করেছেন কুণাল। প্রায় প্রতিদিনই তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে নিয়ে; মুখ খুলেছেন তিনি। এবার এই নিয়েই, দলের নিষেধাজ্ঞার কবলে তৃণমূলের মুখপাত্র।

দলের পক্ষ থেকে কুণাল ঘোষকে ‘সেন্সর’ করা হয়েছে। পার্থ ইস্যুতে তাঁর মুখে লাগাম টানতে; নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। পার্থ সম্পর্কে আর একটি কথাও বলার; অনুমতি নেই তৃণমূল মুখপাত্রের। পার্থ জেলে যেতেই যেন, খুশিতে ‘ডগমগ’ কুণাল।

আরও পড়ুনঃ গরু চুরি কাণ্ডে সিবিআই ডাক, অনুব্রতর পুরনো অ’স্ত্র সেই এসএসকেএম হাসপাতাল

পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কুণাল ঘোষের একের পর এক বক্তব্য নিয়ে; কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনা। শনিবার সাংবাদিক সম্মেলনে কুণাল নিজেই জানান, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি একটি কথাও বলবেন না; দলের মুখপাত্র বা সদস্য হিসেবে নয়, একান্ত ব্যক্তিগতভাবে তিনি পার্থকে নিয়ে মন্তব্য করেছিলেন।

কুণাল আরও জানান; “পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কোনও প্রশ্নের উত্তর দেব না”। তৃণমূল ১৪ দিনের জন্য কুণাল ঘোষকে ‘সেন্সর’ করার পরে; নিজের বক্তব্য নিয়ে আপাতত যথেষ্ট সচেতন তৃণমূল মুখপাত্র।

]]>
পার্থর সচিব ওএসডি কম্পালসারি ওয়েটিংয়ে, পরেরবার টিকিট পাবেন তো ঘনিষ্ঠ কাউন্সিলররা https://thenewsbangla.com/partha-chatterjee-secretary-osd-on-compulsory-waiting-instructions-of-nabanna/ Sat, 06 Aug 2022 12:53:19 +0000 https://thenewsbangla.com/?p=15884 পার্থর সচিব ওএসডি কম্পালসারি ওয়েটিংয়ে; পরেরবার টিকিট পাবেন তো ঘনিষ্ঠ কাউন্সিলররা। চাকরি চুরি দুর্নীতি কাণ্ডে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই; তাঁকে মন্ত্রীসভা ও দল থেকেই ছেঁটে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও সরকার। এবার পার্থর ব্যক্তিগত সচিব এবং ওএসডিকে; কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাল নবান্ন। এরপরেই আশঙ্কার মেঘ, বিভিন্ন ক্ষেত্রে তাঁর ঘনিষ্ঠ-দের মধ্যে। কার কার উপর আর কোপ পড়বে; পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ হবার জন্য।

আপাতত জেল হেফাজতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়। এদিকে তাঁর ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য এবং অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) প্রবীর বন্দ্যোপাধ্যায়কে; কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ কর্মিবর্গ দফতর; এই সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে; মা-মাটি-মানুষের সরকার। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন; তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন সুকান্ত আচার্য। পরবর্তীকালে রাজ্যের শিল্পমন্ত্রী পদে থাকাকালীনও; সুকান্তই ছিলেন তাঁর ব্যক্তিগত সচিব। পরিষদীয় দফতরে পার্থর ওএসডি বা অফিসার-অন-স্পেশ্যাল-ডিউটি ছিলেন প্রবীর বন্দ্যোপাধ্যায়।

এসএসসি দুর্নীতি মামলা নিয়ে তদন্ত চলাকালীন; সুকান্ত ও প্রবীর দুজনেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে ছিল। সুকান্তর বাড়িতে তল্লাশিও চালায় ইডি; জেরার জন্য তলবও করা হয় তাঁকে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো এই দুই আধিকারিককে; কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাল নবান্ন।

]]>
‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা https://thenewsbangla.com/khela-hochche-general-people-raids-tmc-leader-house-in-case-of-govt-job-theft/ Sat, 06 Aug 2022 11:45:05 +0000 https://thenewsbangla.com/?p=15872 ‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা। সদ্যই সামনে এসেছে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ; অর্থাৎ এসএসসি-তে বড়সড় কেলেঙ্কারির ঘটনা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছে; রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়। আপাতত তারা রয়েছে জেল হেফাজতে। এই পরিস্থিতিতে এসএসসি গ্রুপ ডি-তে নিয়োগের নামে; চাকরিপ্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ জনতার বিক্ষোভের মুখে পড়ল পূর্ব মেদিনীপুরের এক তৃণমূল নেতা।

শিক্ষক নিয়োগে দুর্নীতিতে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই; চরম অস্বস্তিতে তৃণমূল শিবির। এরপরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে; চাকরির আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এবার চাকরির আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল; পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের দাপটে তৃণমূল নেতা শিবশঙ্কর নায়েকের বিরুদ্ধে। আর এই অভিযোগে তৃণমূল নেতাকে না পেয়ে; তার স্ত্রী ও ছেলেকে বেধড়ক মারধর করলেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন; বান্ধবীর ফ্লাটে কোটি টাকা, জেলের মেঝেতে শুয়ে রাত কাটছে পার্থ’র

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা এলাকার, ভগবানপুর ১ নম্বর ব্লকের; কোটবার গ্রাম পঞ্চায়েত। এই এলাকাতেই থাকেন পঞ্চায়েতের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিবশংকর নায়েক। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে; গ্রামবাসীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তিনি আদায় করেছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ; নান্টু প্রধানের মূল এজেন্ট ছিলেন শিবশংকর। শনিবার তার বাড়িতে চড়াও হয়ে, টাকা আদায়ের জন্য; দফায় দফায় বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীদের পরিবারের সদস্যরা।

তাঁকে বাড়িতে না পেয়ে স্ত্রী, ছেলের উপরই আছড়ে পড়ল রোষ। তাদের গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। দীপক মাইতি নামে এক ব্যক্তি জানান, তিনি তার ছোট ভাইয়ের গ্রুপ ডিতে চাকরির জন্য; ওই তৃণমূল নেতা-কে ৮ লক্ষ টাকা নিয়েছিলেন। পরে দু-লক্ষ টাকা তিনি ফেরত দিয়েছেন। কিন্তু, তারপর চাকরি তো দূরের কথা; টাকাও ফেরত দেওয়া হয়নি। এমনকি থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি।

ওই তৃণমূল নেতার স্ত্রীর দাবি, যদি তার স্বামী টাকা নিয়ে থাকে; তাহলে যেমন তিনি দোষী তেমনি যারা টাকা দিয়েছে তারাও দোষী। এদিকে প্রতারিতদের দাবি, অবিলম্বে শিবশংকরকে গ্রেফতার করে; সবার টাকা ফেরানো হোক।

]]>
বান্ধবীর ফ্লাটে কোটি টাকা, জেলের মেঝেতে শুয়ে রাত কাটছে পার্থ’র https://thenewsbangla.com/partha-chatterjee-and-arpita-mukherjee-custody-at-presodency-jail/ Sat, 06 Aug 2022 10:43:42 +0000 https://thenewsbangla.com/?p=15861 বান্ধবীর ফ্লাটে কোটি টাকা; অথচ জেলের মেঝেতে শুয়ে রাত কাটছে পার্থ’র। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে; ‘চাকরি চুরি কাণ্ডে’ অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। গত সোমবার ব্যাঙ্কশাল কোর্টে পার্থ-অর্পিতার জামিনের আবেদন; খারিজ করে দেন বিচারপতি। ইডির আবেদন মঞ্জুর করে; পার্থ ও অর্পিতা-কে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে খবর, নিজের সেলে ঢুকেই; রাজনীতিতে আসা নিয়ে হতাশা প্রকাশ করেন পার্থ চট্টোপাধ্যায়।

১২ দিন ইডি হেফাজতে থেকে; ৩ কেজি ওজন ঝরে গিয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। অন্যান্য সাধারন জেলবন্দীদের মতই; জেল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে ২টো কম্বল। সেগুলোই মেঝেয় পেতে শুয়েছেন তিনি। সকালে চা-বিস্কুট দেওয়া হয় পার্থকে; কিন্তু প্রায় কিছুই খাননি বলে জানান হয়েছে জেলের তরফে। মাসে আড়াই লাখ টাকার ফল খেতেন রাজ্যের মন্ত্রী; তবে আপাতত জেলের খাবার খাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ বাংলার নেতাদের মতই, এবার ‘পাল্টি’ খেলেন নোবেলজয়ী অমর্ত্য সেন

প্রেসিডেন্সি জেলের সেল ব্লকের ২ নম্বর ঘরে; রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। প্রাক্তন মন্ত্রীকে প্রেসিডেন্সি জেলে যেখানে রাখা হয়েছে; সেই ব্লকে রয়েছে প্রায় দেড়শোজন হাই-প্রোফাইল বন্দি। পাশের জেলেই রয়েছে ছত্রধর মাহাত; কুখ্যাত আফতাব আনসারি ও আইএস জঙ্গি মুসা। রয়েছে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু ও সারদা কর্তা সুদীপ্ত সেন। তৃণমূলের প্রাক্তন মহাসচিব; জেলের মধ্যে ব্যবহার করছেন সাধারণ শৌচাগার। কোটি-কোটি টাকার সম্পত্তি করেও; দুজনেই আজ কয়েদি।

]]>
পার্থর জেলে যাবার দিনেই, দিল্লিতে মোদী-মমতা ৪৫ মিনিট বৈঠক https://thenewsbangla.com/partha-chaterjee-in-jail-mamata-banerjee-meets-pm-narendra-modi-at-delhi/ Fri, 05 Aug 2022 14:03:06 +0000 https://thenewsbangla.com/?p=15844 পার্থর জেলে যাবার দিনেই; দিল্লিতে মোদী-মমতা ৪৫ মিনিট বৈঠক। এই মুহূর্তে বিভিন্ন প্রকল্প বাবদ, কেন্দ্রের কাছে প্রায় ৯৭ হাজার কোটি টাকা পাওনা রয়েছে বলে; বারবার দাবি জানিয়ে আসছে রাজ্য। পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের নামকরণ নিয়েও; কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত চলছে। তার জেরে থমকে বাংলা আবাস যোজনা ও সড়ক যোজনার কাজ। এমনই অভিযোগ রাজ্যের। এই আবহেই শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে; মোদীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, পাওনা অর্থ আদায়; কেন্দ্রীয় এজেন্সির ‘অতিসক্রিয়তা’-সহ একাধিক ইস্য়ু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা সারলেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে রাজ্যের বকেয়া বাবদ প্রায় ১ লক্ষ ৯৮৬ কোটি টাকার হিসেব; লিখিত আকারে মোদীকে দিলেন মমতা।

আরও পড়ুন; ইতিহাসে চেপে দেওয়া ঘটনা, পাঠান ও সুলতান রাজত্বের যম বাংলার ‘রায়বাঘিনী’

পূর্বপরিকল্পনা মতো শুক্রবার বিকেল সাড়ে চারটেয়; প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর সাক্ষাতের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই; প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান মোদী। প্রধানমন্ত্রীকে হলুদ গোলাপের তোড়া ও মিষ্টি উপহার দেন মমতা। দেওয়া হয় বাটিকের নকশা করা একটি উত্তরীয়ও। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের দিকেই নজর ছিল সকলের। জানা গেছে, বৈঠকে দ্রুত রাজ্যের বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রবিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে; অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার তিনদিন আগে বৃহস্পতিবারই দিল্লি পৌঁছে যান তিনি; তাঁর এই দিল্লি-যাত্রা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। আক্রমণ শানিয়েছে বিরোধীরা। কারণ, নিয়োগ-দুর্নীতির মামলায়; ইডি তদন্ত নিয়ে রাজ্য রাজনীতি এখন সরগরম। পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়; আজই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ পেয়েছেন।। এই প্রেক্ষাপটে দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠকের নেপথ্যে; অশুভ আঁতাঁতের অভিযোগ তুলেছে সিপিএম।

আগামীকাল ৬ অগাস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচনের আগে; মমতার সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়, বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের ঠিক আগে অমিত শাহের সঙ্গে; বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন; সুকান্ত মজুমদার। দিল্লিতে শুক্রবার মমতা-মোদীর সাক্ষাতের পর; প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছে বঙ্গ বিজেপি।

]]>
দুই জেলে ‘অপা’, জেলে আলাদা করা হল পার্থ অর্পিতাকে https://thenewsbangla.com/partha-arpita-jail-partha-chatterjee-arpita-mukherjee-isolated-in-two-jail/ Fri, 05 Aug 2022 12:41:10 +0000 https://thenewsbangla.com/?p=15838 দুই জেলে ‘অপা’, জেলে আলাদা করা হল পার্থ অর্পিতাকে। আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়; দুজনেরই ১৪ দিনের জেল হেফাজত হল। তবে দুই ঘনিষ্ঠ জনকে রাখা হবে; দুই আলাদা জেলে। পার্থকে রাখা হবে; প্রেসিডেন্সি জেলে। ঘনিষ্ঠ অর্পিতা থাকবে; আলিপুর জেলে। জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি আধিকারিকরা। পার্থ-অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের।

শুক্রবার পার্থ-অর্পিতার জামিনের আবেদন খারিজ করে দেয়; ব্যাঙ্কশাল আদালত। ১৮ অগাস্ট পর্যন্ত দুজনের জেল হেফাজত দেওয়া হয়; জেলে গিয়ে পার্থকে জেরা করতে পারে ইডির ২ আধিকারিক। ‘বলির পাঁঠা করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে; ওই টাকা পার্থর নয়। অর্পিতার সঙ্গে সম্পর্ক নেই; বিধায়ক পদ ছাড়ার সম্ভাবনা’, দাবি করেন পার্থর আইনজীবী। গ্রেফতার হবার পর থেকেই দুজনে; ইডি হেফাজতে ছিলেন।

আরও পড়ুনঃ ‘খাচ্ছ খাও, ধরা পড়লে পাশের লোকটাও বিরুদ্ধেই বলবে’, এবার বুঝলেন পার্থ

অর্পিতা-কে দেখিয়ে ইডির প্রশ্ন; “আপনি একে চেনেন”? পার্থর উত্তরে চমকে গেল, অর্পিতা ও ইডি দুজনেই। “অনেকেই আসত, তেমনভাবে চিনি না”; এমন উত্তর দিয়ে অর্পিতা ও ইডি-কে চমকে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির মুখোমুখি জেরায় অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কথা; পরিস্কার অস্বীকার করেছেন পার্থ। এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। পাশাপাশি, ইডি সূত্রে আরও দাবি; তথ্যপ্রমাণের সঙ্গে মিলছে না পার্থর বয়ান। জেরায় তথ্য গোপনের চেষ্টা করছেন প্রাক্তন মন্ত্রী; দাবি ইডি সূত্রে। আজ পার্থ-অর্পিতাকে আদালতে তোলার সময়; এই তথ্য জানানো হবে বলে ইডি সূত্রে খবর।

আরও পড়ুনঃ অর্পিতা-কে দেখিয়ে ইডির প্রশ্ন; “আপনি একে চেনেন”? পার্থর উত্তরে চমক

ইডি সূত্রের খবর, জেরার সময় উঠে আসে টাকার প্রসঙ্গও। অর্পিতাকে দেখিয়ে পার্থকে প্রশ্ন করা হয়; “ওঁর বাড়িতে টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?” ইডি সূত্রের খবর, পার্থ তখন উত্তর দেন, “শুনেছি”। তখন তাঁকে প্রশ্ন করা হয়, এটা তাহলে কার টাকা? তার উত্তরে পার্থ জানিয়েছেন; “আমি জানি না”। এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে।

]]>
অর্পিতা-কে দেখিয়ে ইডির প্রশ্ন; “আপনি একে চেনেন”? পার্থর উত্তরে চমক https://thenewsbangla.com/ed-question-partha-showing-arpita-you-know-her-partha-surprised-with-answer/ Fri, 05 Aug 2022 07:15:09 +0000 https://thenewsbangla.com/?p=15818 অর্পিতা-কে দেখিয়ে ইডির প্রশ্ন; “আপনি একে চেনেন”? পার্থর উত্তরে চমকে গেল, অর্পিতা ও ইডি দুজনেই। “অনেকেই আসত, তেমনভাবে চিনি না”; এমন উত্তর দিয়ে অর্পিতা ও ইডি-কে চমকে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। মুখোমুখি জেরায় অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কথা; পরিস্কার অস্বীকার করেছেন পার্থ। এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। পাশাপাশি, ইডি সূত্রে আরও দাবি; তথ্যপ্রমাণের সঙ্গে মিলছে না পার্থর বয়ান। জেরায় তথ্য গোপনের চেষ্টা করছেন প্রাক্তন মন্ত্রী; দাবি ইডি সূত্রে। আজ পার্থ-অর্পিতাকে আদালতে তোলার সময়; এই তথ্য জানানো হবে বলে ইডি সূত্রে খবর।

পার্থ-অর্পিতার সম্পর্কের ঘনিষ্ঠতা ও গভীরতাই; এখন বাংলায় চর্চার কেন্দ্রে। এরই মাঝে ইডির জেরায় পার্থ চট্টোপাধ্যায়ের দাবি; অর্পিতা মুখোপাধ্যায়কে তেমনভাবে চেনেন না তিনি। বৃহস্পতিবার অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে; জেরা করেন ইডি আধিকারিকরা। নাকতলার পুজোর সময় শুধু অর্পিতাকে দেখেছেন; জানিয়েছেন পার্থ। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ইডির দাবি; তথ্য গোপনের চেষ্টা করছেন তিনি।

ঠিক কী কী প্রশ্ন করছে ইডি? সূত্রের খবর, জেরায় অর্পিতাকে দেখিয়ে ইডি পার্থকে জিজ্ঞাসা করে; “আপনি এঁকে চেনেন?” তার উত্তরে নাকি পার্থ চট্টোপাধ্যায় বলেন; “না, তেমনভাবে চিনি না”। তখন ইডির তদন্তকারীরা আবার প্রশ্ন করেন; “তাহলে কীভাবে কেমনভাবে চেনেন?” ইডির এই প্রশ্নের উত্তরে পার্থ নাকি বলেছেন; “মাঝে মাঝে দেখেছি, অনেকেই আসত”। ইডির পরের প্রশ্ন; “উনি কি আপনার ক্লোজ?” তার উত্তরে পার্থ বলেন; “না…নাকতলার পুজোর সময় দেখেছি”।

আরও পড়ুনঃ “উনি কিছু খাননি”? ইডি হেফাজতেও পার্থর শরীর নিয়ে চিন্তায় অর্পিতা

ইডি সূত্রের খবর, জেরার সময় উঠে আসে টাকার প্রসঙ্গও। অর্পিতাকে দেখিয়ে পার্থকে প্রশ্ন করা হয়; “ওঁর বাড়িতে টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?” ইডি সূত্রের খবর, পার্থ তখন উত্তর দেন, “শুনেছি”। তখন তাঁকে প্রশ্ন করা হয়, এটা তাহলে কার টাকা? তার উত্তরে পার্থ জানিয়েছেন; “আমি জানি না”। এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন; “টালিগঞ্জ থেকে বেলঘরিয়া, শান্তিনেকেতন থেকে সিঙ্গুরের হোটেল; কার সঙ্গে কীভাবে যোগ, সবাই জানে। এভাবে বাঁচা যাবে না”। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন; “তদন্ত চলছে, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে সরকারের অবস্থান মুখ্যমন্ত্রী মমতা স্পষ্ট করেছেন”।

]]>