The News বাংলা, কলকাতাঃ ভূমিকম্পে তাসের ঘরের মত ভেঙে পড়তে পারে সল্টলেক ও নিউটাউনের বাড়িঘর। কলকাতায় হতে পারে প্রবল ভূমিকম্প। এমনই আশঙ্কার কথা শোনালেন আইআইটি খড়্গপুরের গবেষকরা।
আরও পড়ুন: হাজার হাজার রুটি নষ্ট করে কৃষক আন্দোলনে ইতিহাস বাংলার বামেদের
২০১৫ সালে নেপালের ভূমিকম্পের পরে বিশেষজ্ঞরা বলেছিলেন, এই ভূমিকম্প কিছুই নয়। এখনও আসা বাকি রয়েছে প্রবল ভূমিকম্পের। সেই ভূমিকম্পের নাম দেওয়া হয়েছিল ‘দ্য গ্রেট হিমালয়ান আর্থকোয়েক’। সেই কথাই এবার বললেন আইআইটি খড়্গপুরের গবেষকরা।
আরও পড়ুন: ভিড়ে ঠাসা কলকাতা মেট্রোতে আগুন ও ধোঁয়া, অসুস্থ বহু
গবেষকদের রিপোর্টে বলা হয়েছে, ভূমিকম্পে যে কোনও সময় মুহূর্তেই তছনছ হয়ে যেতে পারে কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকা। এই কম্পনের মাত্রা হতে পারে রিখটার স্কেলে ৬.১ থেকে ৬.৮ মাত্রার মধ্যে। আগামী অর্ধশতাব্দীতে এই কম্পনের মাত্রা আরও কিছুটা বাড়তে পারে।
আরও পড়ুনঃ EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি
সিসমোলজিক্যাল মাইক্রোজোনেশন ম্যাপ তৈরি করেছে আইআইটি খড়্গপুর। তার মাধ্যমে কলকাতায় ভূমিকম্পের তীব্রতা অনুধাবন করা যাবে। পাশাপাশি এই বিপদ এড়াতে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তারও দিক নির্দেশ পাওয়া যাবে।
আরও পড়ুন: EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার
কলকাতা সহ–বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের ফলে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই গবেষকদের রিপোর্টে। একই সঙ্গে সবমিলিয়ে ৫০ হাজার কোটি টাকার ক্ষতির কথাও বলা হয়েছে।
আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে
কলকাতার পার্কস্ট্রিট, সল্টলেক, নিউটাউন, রাজারহাট, দমদমের মতো এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। হিমালয় অঞ্চলে বড় কোনো ভূমিকম্প আঘাত হানতে পারে বলে এর আগেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। রিখটার স্কেলে এর মাত্রা হতে পারে ৮ দশমিক ২ বা তারও বেশি। বড় ধরনের বিপর্যয়ে বড় ক্ষতি হতে পারে বাংলা সহ ভারতের উত্তর ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে।
ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে ক্রমিক ভূমিকম্পে টেকটোনিক প্লেটে ফাটল সৃষ্টি হয়েছে। প্লেটের এই পরিস্থিতি ভবিষ্যতে আরও ভূমিকম্পের জন্ম দিতে পারে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৮ ছাড়িয়ে যেতে পারে। সেটা হলে অসংখ্য মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাসের ঘরের মত ভেঙে পরবে সব বাড়িঘর।
আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি
ভারতীয় আবহবিদরাও এই আশঙ্কার কথা জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার বিশেষজ্ঞরা এই সতর্ক বার্তা শুনিয়ে রেখেছেন। বিশেষজ্ঞদের মতে, গত এক বছরে মিজোরাম ও মণিপুরে আঘাত হানা ভূমিকম্পের চেয়েও অনেক বেশি শক্তিশালী ভূমিকম্প ভবিষ্যতে এই অঞ্চলগুলিতে আঘাত হানতে পারে।
আরও পড়ুনঃ ‘রাজনীতিতে টিকে থাকতে গেলে তেল দিতেই হবে’ বিস্ফোরক তৃণমূল সাংসদ
আরও পড়ুন: নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘আজাদ লড়াই’কে সম্মান নরেন্দ্র মোদীর
আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও বড় ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করেছেন কেন্দ্রকে। যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পনবিদ রজার বিলহামের সতর্কতা, বর্তমান পরিস্থিতিতে নতুন বছরে অন্তত চারটি বড় ভূমিকম্প আঘাত হানতে পারে ভারতে।
এসব ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৮ ছাড়িয়ে যেতে পারে। আর সেটা হলে অসংখ্য মানুষের মৃত্যুর আশঙ্কা থাকছে। ২০১৯-এই কি তাহলে নেমে আসবে বড়সড় বিপর্যয়? বিশেষজ্ঞদের মতে বড় আশঙ্কা থেকেই যাচ্ছে। আর এমন আশঙ্কার কথাই শোনালেন আইআইটি খড়্গপুরের গবেষকরাও।