সমাজসেবার পাশাপাশি নিরলস সাহিত্য সাধনা; বাংলা আকাদেমির বিশেষ পুরস্কার মমতাকে। এবার পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির; বিশেষ পুরষ্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাহিত্য সাধনার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন; বাংলা আকাদেমির এই বিশেষ পুরস্কার। জানা গেছে, তাঁর ‘কবিতা বিতান’ বইয়ের জন্যই; তাঁকে এই পুরস্কার দিল বাংলা অ্যাকাডেমি।
সোমবার ২৫ বৈশাখ উপলক্ষে, কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করেছিল; রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর। সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী তথা বাংলা আকাদেমির চেয়ারম্যান ব্রাত্য বসু জানিয়েছেন; সমাজের অন্যান্য ক্ষেত্রে কাজের পাশাপাশি যাঁরা নিরলস সাহিত্য সাধনা তথা সারস্বত সাধনা করে চলেছেন; তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা আকাদেমি। প্রারম্ভিক বর্ষে বাংলার সমস্ত শ্রেষ্ঠ সাহিত্যিকের মতামত নিয়ে; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেওয়া হবে। তাঁর কবিতা বিতান কাব্যগ্রন্থকে মাথায় রেখে; সার্বিক ভাবে তাঁর সাহিত্য কীর্তির জন্য এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে; পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি”।
এবারের কলকাতা বইমেলায়; একাধিক বই প্রকাশ হয়েছিল মুখ্যমন্ত্রী মমতার। এমনকী সেই সব বই, হটকেকের মতো বিক্রি হয়েছে। মুখ্যমন্ত্রীর বই এই হারে বিক্রি হতে থাকায়; চাপে পড়ে যায় অন্যান্য প্রকাশকরা। সল্ট লেক সেন্ট্রাল পার্ককে; আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণ হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
কবিগুরুর জন্মজয়ন্তীর দিনেই; পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির বিশেষ পুরষ্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা। একদিকে রাজ্য প্রশাসনের সর্বময় কর্ত্রী তিনি; অন্যদিকে ‘নিরলস সাহিত্য সাধনা’। এই জন্যই পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির বিশেষ পুরষ্কার পেলেন; বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর ‘কবিতা বিতান’ বইয়ের জন্যই; তাঁকে এই পুরষ্কার দিল বাংলা অ্যাকাডেমি। বিশেষজ্ঞ কমিটির সদস্যরা এই নাম ঠিক করেছেন; জানিয়েছেন ব্রাত্য বসু।
এদিন মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন ঠিকই; কিন্তু তিনি নিজে হাতে এই পুরস্কার গ্রহণ করেননি। ব্রাত্যর ঘোষণা মাঝপথে থামিয়ে, রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন; “মুখ্যমন্ত্রীর তরফে এই পুরস্কার গ্রহণ করবেন; বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান ব্রাত্য বসু”। এই কথা বলে ইন্দ্রনীল সেন; মমতার সেই পুরস্কার ব্রাত্য বাসুর হাতে তুলে দেন।
তবে এই নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েই। বিরোধীরা বলছেন, “সরকারের পুরস্কার বাংলার সেরা সাহিত্যিক মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন; এতে আশ্চর্য হবার কি আছে”?