দাঁতের রঙে রামধনু ফ্যাশানের নতুন ট্রেন্ড কলকাতাতেও

830
দাঁতের রঙে রামধনু ফ্যাশানের নতুন ট্রেন্ড কলকাতাতেও/The News বাংলা
দাঁতের রঙে রামধনু ফ্যাশানের নতুন ট্রেন্ড কলকাতাতেও/The News বাংলা

The News বাংলা, কলকাতাঃ ফ্যাশানের নতুন ট্রেন্ড। দাঁতের রঙে রামধনু। বিদেশের সীমা ছাড়িয়ে ফ্যাশানের নতুন ট্রেন্ড ‘রেইনবো টিথ’ এবার কলকাতাতেও।

আরও পড়ুন: জেনে নিন শীতে ত্বকের যত্ন কিভাবে নেবেন

দুই পাটি মুক্তোর মতো দাঁত, এমনটাই ভালোবাসেন সবাই। একটু হলদেটে রং ধারণ করলে তাকে নিয়ে সবাই হাসাহাসিও করি আড়ালে। আর তাই দাঁতকে সাদা ঝকঝকে রাখতে কত আয়োজন। তবে সোনালি, লাল কিংবা নীল রঙের দাঁতের কথা শুনেছেন কখনও?

দাঁতের রঙে রামধনু ফ্যাশানের নতুন ট্রেন্ড কলকাতাতেও/The News বাংলা
দাঁতের রঙে রামধনু ফ্যাশানের নতুন ট্রেন্ড কলকাতাতেও/The News বাংলা

হাল ফ্যাশনে কত কিছুই না যুক্ত হচ্ছে। চুল হাইলাইট করে মনের মতো রঙে রাঙানো, নেলপলিশে নকশা আঁকা কিংবা ঠোঁটে স্থায়ী রং করে ফেলা— এসব তো বেশ পুরোনো। ২০১৮ সালের সবচেয়ে উদ্ভট ফ্যাশন ট্রেন্ড কি জানেন? রঙধনু রঙে দাঁত রাঙানো! কী অবাক হচ্ছেন?

আরও পড়ুন: হাতি বাঘ চোরাশিকারি নিয়ে রাজ চক্রবর্তীর ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’

শুনতে বিদঘুটে লাগলেও সত্যিই এমনটাই হচ্ছে। কেউ দাঁত রাঙাচ্ছেন গোলাপি রঙে, কেউবা বেছে নিচ্ছেন সোনালী রং। নখ রাঙাতে যেমন নেলপলিশ ব্যবহার করা হয়, তেমনি দাঁত রাঙানোর এই উপাদানের নাম দেওয়া হয়েছে ‘টুথপলিশ’। অনেকে আবার ‘রেইনবো টিথ’ নামেও চেনেন একে।

দাঁতের রঙে রামধনু ফ্যাশানের নতুন ট্রেন্ড কলকাতাতেও/The News বাংলা
দাঁতের রঙে রামধনু ফ্যাশানের নতুন ট্রেন্ড কলকাতাতেও/The News বাংলা

আরও পড়ুনঃ বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

‘ক্রোম’ নামে একটি সংস্থা এই দাঁত রাঙানোর রং বিক্রি করছে। এই রং দাঁতে লাগানো যাবে, স্থায়ী হবে ২৪ ঘণ্টা। প্রাথমিকভাবে নীল, সবুজ, সোনালি, রূপালি সহ ১০টি রঙে এই পলিশ পাওয়া যাবে। ব্র্যান্ডটি লঞ্চ করেছেন ডেভিড সিলভারস্টাইন। ইতিমধ্যেই, ক্রোম নামের সংস্থাটি ইনস্টাগ্রামে একাধিক মডেলের রঙিন দাঁতের ছবি পোস্ট করেছে।

আরও পড়ুনঃ ‘বাঘের সঙ্গে অভিনয় করাটাই ছিল জীবনের সেরা চ্যালেঞ্জ’

দাঁতের এই রঙের স্থায়িত্বকাল ২৪ ঘণ্টা হলেও, সে সময়ের মধ্যে কোনো খাবার খেলে রং ওঠে না। এমনকি খাবার চিবোলেও ছড়িয়ে যায় না। এই পলিশের নেই কোনো স্বাদ। লিপগ্লসের মতো টিউবে মিলবে এটি। কিনতে চাইলে গুনতে হবে ১৮ থেকে ২২ ডলার।

দাঁতের রঙে রামধনু ফ্যাশানের নতুন ট্রেন্ড কলকাতাতেও/The News বাংলা
দাঁতের রঙে রামধনু ফ্যাশানের নতুন ট্রেন্ড কলকাতাতেও/The News বাংলা

আরও পড়ুনঃ অবশ্যই জেনে রাখুন বাচ্চার কাশি ও হাঁপানি নিয়ে ডাক্তারের পরামর্শ

কেউ কেউ একে ২০১৮ সালে সবচেয়ে আবেদনময়ী ট্রেন্ড বললেও বেশিরভাগ মানুষের কাছেই বেশ উদ্ভট এই দাঁত রাঙানোর ট্রেন্ড। আর বিশ্বব্যাপী ‘নেট দোকানে’র সৌজন্যে সেই ফ্যাশানের নতুন ট্রেন্ড এবার হাজির কলকাতাতেও। অনেকেই বিদেশের হাল ফ্যাশানের নতুন ট্রেন্ডকে সবার আগে নিজের দাঁতে রাঙাতে তৈরি।

তো কী ভাবছেন? রাঙাবেন নাকি নিজের দাঁত? সাদা দাঁতের পরিবর্তে লাল, নীল, সবুজ, হ্লুদ বা রামধনু রঙে? তাহলে আর দেরি না করে অর্ডার দিয়ে দিন অনলাইনে। নতুন বছরেই নিজের দাঁত রাঙিয়ে চমকে দিন সবাইকে। করে নিন হাল ফ্যাশানের ‘রেইনবো টিথ’।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন