ফের মানুষের জন্য সুখবর আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা উড়ালপুলের নয়া বর্ধিত সেতু জনসাধারণের জন্য খুলে দিচ্ছেন মমতা। মা উড়ালপুল থেকে এজেসি বোস রোড ফ্লাইওভার সংযোগকারী নতুন সেতুর শুক্রবারই উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলা দিয়েই শুরু হচ্ছে বাংলার নতুন একটি শিল্প
নবান্ন সূত্রে খবর, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকেই সুইচ টিপে সেতুর উদ্বোধন করবেন তিনি। অন্য একটি সূত্রে জানা যাচ্ছে যে, আজ বিকেলে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে ফেরার পথে এই সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এরপরেই তা খুলে যাবে জনসাধারণের জন্য। যার ফলে আজ সন্ধ্যা থেকেই যানবাহনের চাপ কমবে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকায়।
আরও পড়ুনঃ ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে সিলমোহর দিল মোদী সরকার
এতদিন নিউটাউন বা সায়েন্স সিটির দিক থেকে মা উড়ালপুলের সাহায্যে এজেসি বোস রোড ফ্লাইওভারে যেতে হলে, মা উড়ালপুল থেকে আগে নামতে হতো সেভেন পয়েন্টে। এরপরে ফের ধরতে হত এজেসি বোস ফ্লাইওভার। যার ফলে বাড়তি যানজট তৈরি হচ্ছিল পার্ক সার্কাস কানেক্টরে।
আরও পড়ুনঃ রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই
নিত্যযাত্রীদের থেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ পৌঁছেছিল কলকাতা পুরসভা ও রাজ্য প্রশাসনের কাছে। সেই অভিযোগের সুরাহা করতেই মা উড়ালপুল থেকে এজেসি বোস ফ্লাইওভার সংযোগকারী নয়া বর্ধিত সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা। মাত্র দু বছর সময় লাগে ১.৪৪ কিলোমিটার লম্বা এই সেতু নির্মাণে। শুক্রবার থেকেই থেকেই এই সেতু চালু হয়ে গেলে পথযাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে পুর প্রশাসন।
আরও পড়ুনঃ দেশের প্রধানমন্ত্রী দুকান কাটা, বললেন মমতার মন্ত্রী মলয় ঘটক
পরমা উড়ালপুল বা মা উড়ালপুল, কলকাতা তথা পশ্চিমবঙ্গের দীর্ঘতম উড়ালপুল। ৯ই আগস্ট ২০১৫ সালে এটির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উড়ালপুলটি পার্ক সার্কাস সাতমাথা মোড় ও ই.এম বাইপাসকে যুক্ত করেছে। উড়ালপুলটি প্রথমে ছিল দৈর্ঘ্য ৪.৫ কিমি ও ৪ লেনের।
আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস
উড়ালপুলটির কাজ শুরু হয়েছিল ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে। সব মিলিয়ে এটির দৈর্ঘ্য্য প্রাথমিক পর্বে ছিল ৯.২ কিলোমিটার। এর মধ্যে বাইপাস থেকে পার্ক সার্কাস পর্যন্ত ৪.২ কিলোমিটার। বাকিটা যাচ্ছে তপসিয়া থানার সামনে থেকে বেকবাগান, পার্ক সার্কাস এজেসি বোস রোড উড়ালপুল থেকে সাত মাথার মোড়।
আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার
পুরসভা সূত্রের খবর, ভবিষ্যতে একই কায়দায় মা উড়ালপুল থেকে গড়িয়াহাট পর্যন্ত একটি উড়ালপুল নির্মাণ করা যায় কি না তা পরিকল্পনার স্তরে রয়েছে। এর জন্য একটি সমীক্ষা চালাচ্ছেন পুর আধিকারিকরা। সমীক্ষার রিপোর্ট মিললেই এই বিষয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি
আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি
আরও পড়ুনঃ বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড
আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।