মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া নিয়েও; এবার বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। “অনিয়ম খুঁজে পেলে; মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেব”; এমনটাই পরিস্কার জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। “নতুন করে কোন অনিয়ম খুঁজে পেলে; মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেব”; মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৭০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়ে এমনটাই শুনিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
শুধু প্রাইমারি বা হাই স্কুলে নয়; বেনিয়ম এর জালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনও। “২০১০ সালে মাদ্রাসা শিক্ষক নিয়োগ আইনে, প্রশিক্ষণ-প্রাপ্তদের অগ্রাধিকার থাকলেও; ২০১৩-১৪-এর নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা বঞ্চিত হন”; এই অভিযোগ নিয়ে আদালতে মামলা হয়। উপযুক্ত প্রমাণ পেয়ে; সেই মামলাতেই এমন নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। “সাপের ল্যাজ দিয়ে কান চুলকাবেন না”, এদিন মাদ্রাসা সার্ভিস কমিশনকে জরিমানা করে; এই ভাষাতেই সতর্ক করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ অভিষেকের বাড়িতে সিবিআই, কয়লা পাচারকাণ্ডে লক্ষ্য রুজিরা
এসএসসি, এসএলএসটি, প্রাইমারির পর; এবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ। আর সেই মামলা-তেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে; মোটা অঙ্কের জরিমানা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ১৫ দিনের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের নাম অগ্রাধিকারের ভিত্তিতে, সুপারিশ করতে হবে বলেও; নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মাদ্রাসা সার্ভিস কমিশন এর সঙ্গে, প্রশিক্ষণ-প্রাপ্তদের মামলার এদিনের শুনানিতে; বিচারপতি গঙ্গোপাধ্যায় মাদ্রাসা সার্ভিস কমিশন-কে ৭০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। এই জরিমানার অর্থ ৭ জনকে; ১০ হাজার টাকা করে দিতে হবে। ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে যাঁরা মামলা করেছেন; তাঁদের অগ্রাধিকার দিতে হবে।
আরও পড়ুনঃ বাংলায় ‘হাত জড়ো’, রাস্তায় নামা বিক্ষো’ভকারীদের দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত
যাঁরা বিশেষভাবে প্রশিক্ষণ-প্রাপ্ত বা প্রশিক্ষণ-প্রাপ্ত; তাদের অগ্রাধিকার দেওয়ার জন্য আইন রয়েছে। কিন্তু ২০১৩-১৪ সালে যে নিয়োগ হয়; সেখানে ২০১০ সালের আইন অর্থাৎ বিশেষভাবে প্রশিক্ষণ-প্রাপ্ত বা প্রশিক্ষণ-প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হয়নি। মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে একাধিকবার; এই অভিযোগ এসেছে।
মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ নিয়েও, বারবার তৈরি হয়েছে জটিলতা; অভিযোগ উঠেছে অনিয়মের। এদিনের শুনানিতে বিচারপতি বলেন, এর আগে তাঁর এজলাসে এই সংক্রান্ত মামলা দুবার এসেছে; তৃতীয়বার এইরকম অভিযোগ এলে, “মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার চিন্তা-ভাবনা করব”, হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।